পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vర్ఫిvరి (৩) চ্যান্সেলরের অজ্ঞাতসারে বা পূর্বানুমোদন ব্যতিরেকে কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় বা উহার পক্ষে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের ** * *] বাহিরে উহার জন্য কোন তহবিল সংগ্ৰহ করিতে পারিবে না। ২০। কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব মঞ্জুরী কমিশন | 8 NONকর্তৃক নির্ধারিত ফরমে সংরক্ষণ করিতে হইবে এবং প্রত্যেক আর্থিক বৎসরে " ് চ্যান্সেলরের অনুমোদনক্রমে নিয়োগকৃত কোন চার্টার্ড একাউন্টেন্ট দ্বারা উক্ত ് হিসাব নিরীক্ষিত হইতে হইবে। - -২০ক। (১) সরকার বা মঞ্জুরী কমিশন তদকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতা পরিদর্শন, ইত্যাদি প্রদত্ত ব্যক্তি দ্বারা বেসরকারী বিশ্ববিদ্যালয় সময় সময় পরিদর্শন করাইতে <o পারিবে । so (২) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শিত কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়কে সরকার, বা ক্ষেত্রমত, মঞ্জুরী কমিশন নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দান করিতে পারিবে। &o (৩) সঙ্গের বা মন্ত্ৰী কলি চলি অনুবাদী তীক কেনী দিলে লিলি আনে। ২০খ। (১) কোন ব্যক্তি ধরা ৬ এর উপ-ধর (১) এর বিধান লংঘন দণ্ড করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্ত অপরাধের জন্য অনুর্ধ্ব তিন বৎসরের কারাদণ্ড অথবা পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। So o, (২) সরকার বা সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতীত এই আইনের অধীনে দায়েরকৃত কোন মামলা কোন আদালতে আমলযোগ্য হইবে না। ২১ ৷ এই আইনের উদৃেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন বিধি প্রণয়নের ক্ষমতা ཙ༠ ཧྥ་ཝང་ང་ལ་ཨ་ལ་ ཨ་ལ་ o so - So CŞ

  • “অভ্যন্ডুরে বা” শব্দগুলি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ১২ ধারাবলে

বিলুপ্ত।

  • ধারা ২০ক এবং ২০খ বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ১৩ ধারাবলে

স ন্নবে শত |