পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VL8ෆ জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (ঙ) কলেজের ডিগ্রী সার্টিফিকেট ও ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী সাটিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী; (চ) বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন কোর্সে অধ্যয়ন, পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী লাভের জন্য দেয় ফিস; NON (ছ) বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহের গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব; ് o (জ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বাের্ড ও কমিটির গঠন ও (ঝ) বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষা পরিচালনা: .ും് (ঞ)কলেজ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও রিফ্রেশর কোর্স ইত্যাদি সংগঠন এবং স্টাফ ডেভেলপমেন্ট সম্পর্কিত যাবতীয় বিষয়াদি; এবং ། >>ནི། (ট) এই আইন বা সংবিধির অধীনে দি রেগুলেশন দ্বারা নির্ধারিত ৰােপের পানি। বিশ্ববিদ্যালয় ৪৭। একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় রেগুলেশন প্রণয়ন রেগুলেশন প্রণয়ন করিবে: ് তবে শর্ত থাকে যে, একাডেমিক কাউন্সিল কর্তৃক প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় রেগুলেশনের কোন খসড়ার সহিত সিন্ডিকেট একমত হইতে না পারিলে সিন্ডিকেট উহাতে উহার পরিবর্তন বা সংশোধনসহ সংশ্লিষ্ট খসড়া প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পুনরায় পেশ করিতে পারিবে এবং এক্ষেত্রেও একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের প্রস্তাবের সহিত একমত না হইলে উহা সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের যুক্ত সভায় পেশ করিতে হইবে এবং যুক্ত সভার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলিয়া গণ্য হইবে। প্রবিধান బ్రీ () శాస్తొఇ శా శాస్గో ং উদ্দেশ্যে এই আইন, সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশনের সহিত সংগতিপূর্ণ இ. প্রবিধান প্রণয়ন করিতে পারিবে, যথা: so (ক) তাহদের সভার কার্যবিধি প্রণয়ন এবং কোরাম গঠনের জন্য se প্রয়োজনীয় সদস্য সংখ্যা; & (খ) এই আইন, সংবিধি বা বিশ্ববিদ্যালয় রেগুলেশন মোতাবেক প্রবিধান Q দ্বারা নির্ধারণযোগ্য সকল বিষয় সম্পর্কে বিধান; (গ) কেবলমাত্র উক্ত কর্তৃপক্ষসমূহের সহিত সংশ্লিষ্ট অথচ এই আইন, সংবিধি বা বিশ্ববিদ্যালয় রেগুলেশনে বিধৃত নয় এইরূপ সমুদয় বিষয়।