পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లన్ళీby বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ ১৯৯২ সনের ৪৩ নং আইন [৬ নভেম্বর, ১৯৯২] বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন। ് - o যেহেতু বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা করা সমীচীন ও ২ প্রয়োজনীয়; o সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- o o •, সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে। s সংজ্ঞা ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, o (ক) “কমিশন" অর্থ এই আইনের অধীন গঠিত বাংলাদেশ ট্যারিফ কমিশন; - No (খ) "চেয়ারম্যান" অর্থ কমিশনের চেয়ারম্যান; (গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; o (ঙ) "সদস্য” অর্থ কমিশনের সদস্য; (চ) “সচিব” অর্থ কমিশনের সচিব। o, কমিশন প্রতিষ্ঠা ৩। (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে একটি ༥། ༢འི་ཨ་ প্রতিষ্ঠা করিবে । & o (২) কমিশন একটি স্থায়ী ধারাবাহিকতা সম্পন্ন বিধিবদ্ধ সংস্থা হইবে N এবং ইহারQ (ক) একটি সীলমোহর থাকিবে; o (খ) স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে; sò (গ) বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে এবং ইহা মামলা দায়ের করিতে G পরিবে । কমিশনের প্রধান ৪। কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং ইহা, কাযালয় প্রয়োজনবোধে, যে কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন করিতে পরিবে।