পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ 8Ꮌ☾ (৩) চেয়ারম্যান ও সদস্যগণ কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান ও সদস্য হইবেন।] (৪) কোম্পানী ও সিকিউরিটি মার্কেট সংক্রান্ত বিষয়ে পারদর্শিতা অথবা প্রয়োজনীয় অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকা চেয়ারম্যান ও ** * *] সদস্য ് নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে। ് (৫) চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হইবেন। è (৬) চেয়ারম্যান ও শ* * *] সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে তিন বৎসর মেয়াদের জন্য স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং অনুরূপ একটি মাত্র o তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তির বয়স পয়ষট্টি বৎসর পূর্ণ হইলে তিনি চেয়ারম্যান বা সদস্য পদে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না বা চেয়ারম্যান বা সদস্য পদে বহাল থাকিবেন না। &o - O. (৭) চেয়ারম্যান ও যে কোন পঞ্চ * * সদস্য তাঁহাদের চাকুরীর মেয়াদ নোটিশ প্রদান করিয়া স্ব স্ব পদ ত্যাগ করিতে পারিবেনঃ> তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক পদত্যগ গৃহীত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান বা ক্ষেত্রমত সর্বক্ষণিক সদস্যস্ব স্ব কার্য চালাইয়া যাইবেন। ৬। (১) কোন ব্যক্তি চেয়ারম্যান বা পঞ্চ * *া সদস্য নিযুক্ত হইবার বা চেয়ারম্যান, ইত্যাদির থাকিবার যোগ্য হইবেন না, যদি ৷ অযোগ্যতা o - (ক) তিনি কোন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; --~ (খ) তাহাকে কোন আদালত অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করে; - O লেসকিনতেনেলের আদর দোষী সাব্যস্ত হন; Q. NONo "সার্বক্ষণিক শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর o ধারাবলে বিলুপ্ত। ং “সার্বক্ষণিক" শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।

  • "সার্বক্ষণিক” শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর

৩ ধারাবলে বিলুপ্ত।

  • "সার্বক্ষণিক” শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর

৪ ধারাবলে বিলুপ্ত।