পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কবিতা

আহা, প্রাণারাম কিবা নির্ম্মল উজ্জ্বল বিভা
চারি দিকে খেলিছে তোমার,
ছড়াইছে সৌন্দর্য্য অপার!
ও আলোকে মুগ্ধ হিয়া, দিগ্বিদিক্ হারাইয়া,
বিহ্বল- পাগল কোথাকার-
দেখ, দেখ, কি আনন্দ তার!
একটা প্রদীপ ল'য়ে ছুটে আসে ব্যস্ত হ'য়ে,
গরবে বলিয়া বার বার,—
'এই লও, ধর উপহার!'


ভাবুকতা

ওই দূরে- গিরি-নির্ঝরিণী
লইয়া কোমল দেহখানি,
অতৃপ্ত, চঞ্চল, আভিমানী,
যায় ত্যাজি' গিরির হৃদয়,
সুখ-স্বপ্ন-কল্পনা-আলয়;
না ভাবিয়া ক্ষণ-তরে ধরায় আছাড়ি' পড়ে—
কাঁদিয়া বেড়াতে ধরাময়!
একদিন— দ্বিপ্রহরে জগতের মরু'পরে
শুষ্ককণ্ঠে করিতে চিৎকার,—
'সে পাষাণ কোথায় আমার!'


কবিত্ব

একবার, নারী, তব প্রেম-মুখ হেরি',
আর বার প্রকৃতির শ্যাম বুক হেরি',