পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবাহন

                                   ১
                         একত্র করেছি আজি—
                         যুগ-যুগ চিন্তারাজি,
                         সুখ, দুখ, আশা, স্মৃতি,
                         মহত্ব, সৌন্দর্য্য, ধৃতি;
                     হে পিরীতি, সমূরতি কর অধিষ্ঠান!
                         লহ অর্ঘ্য, রাখ নর-মান।
                         এত চেষ্টা যত্ন শ্রম,
                         এত ধৈর্য্য পরাক্রম,
                         এত যাগ যজ্ঞ কর্ম্ম,
                         এত শিক্ষা দীক্ষা ধর্ম্ম,
                   এত ত্যাগ অনুরাগ, এত ভক্তি জ্ঞান,
                        নহে—নহে তুচ্ছ এই ধ্যান।
                        হের, এ আকুল-ভাবে
                        দেবগণ দ্রূত আসে—
                        উন্মুক্ত আকাশ-পট
                        মেঘ-কেতু লটপট,
                 নক্ষত্র দেখায় পথ বিচিত্র আলোকে,
                        স্বনে বায়ু মৃদু-মন্দ শ্লোকে।
                        হের, এ প্রণবে, সতী,
                        স্তম্ভিত ব্রম্ভাণ্ড-গতি;
                        দূর বিষ্ণুলোক হ'তে
                        আশীর্ব্বাদ আসে স্রোতে,
                  ঝর ঝর সপ্তস্বর্গ ঝরে শির'পর।
                        ক্ষুদ্র ন্য, তুচ্ছ নয় নর।