পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচল অটল সেই দুর্ভেদ্য আঁধার—

                     প্রকৃতির প্রথম বিকার!
                     উর শত সূর্য্য-ভাসে—
                     নীচতা পলাক ত্রাসে,
                     জ্ব্রলে যাক অহঙ্কার,
                      ধন-জন-হুহুঙ্কার,
             হিংসা-দ্বেষ-অত্যাচার, মিথ্যা-কোলাহল;
                   মঙ্গলে মরুক অমঙ্গল!
                     যথা বজ্র বৃষ্টি ঝড়ে
                     দুর্ভিক্ষ মড়ক মরে;
                     জ্ঞান যথা মহাজ্ঞানে;
                     প্রাণ যথা মহাপ্রাণে;        
             মরুক এ অপূর্ণতা পূর্ণতা-ভিতরে!
                  এস, দেবী, এস ঘরে-পরে!
                    এস, ভেদি' ব্রম্ভ্ররন্ধ্র,
                    হে আনন্দ—ভূমানন্দ!
                    উৎপাটিয়া মর্ম্মস্থল 
                    সদ্যঃ-রক্তে ঝল-ঝল্—
             এস আত্ম-বিনাশিনী, পরার্থ-জীবিতে,
                  সত্য-শিবে, সৌন্দর্য্য-সন্মিতে!