পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

            তাই তুমি ঘৃণা করে',      ভীত হ'য়ে যাও সরে',
                    মোর শ্বাস পাছে লাগে গায়?
            কি ছিলাম—কি হ'য়েছি      কেন যে বাঁচিয়া আছি—
                     দেখ না কেমনে দিন যায়!
            শুন তবে, রমণী রে,      বলি আজ গর্ব্ব-ভরে—
                     এ প্রণয় স্বার্থ-শূণ্য নয়;
            জনম—বিফল ব্যর্থ,       এ স্বার্থ না হ'লে পূর্ণ;
                     এ প্রণয় মহাস্বার্থময়!
           শরীরে অভাব আছে,       হৃদয়ে অভাব আছে,
                     জীবনে অভাব আছে মোর,
           অভাব র'য়েছে সুখে,       অভাব র'য়েছে দুখে,
                     মরণে অভাব আছে ঘোর!
           লইয়া অভাব এত—        লইয়া এ মহাশূন্য
                    আসিয়াছি নিকটে তোমার!
           যতটুকু পার—দাও         হয় হোক বিন্দুমাত্র,
                    পূরাতে এ শুষ্ক পারাবার!
           অবশিষ্ট অপূর্ণতা—        ল'বে প্রেম পূর্ণ করি'
                     দিয়া নিজ কল্পনা স্বপন।
           তুচ্ছ প্রেমিকের আশা—     ঘোরে না বিধির চক্র
                     মূলে না রহিলে এক জন!


                        শেষ বার
           এই বার—শেষ বার,       দেখি তবে এক বার—
                      হয় কি না হয়!
            বুকে এ বাড়ব-দাহ        দিনরাত—দিনরাত
                      আর নাহি সয়!