পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভালবাসা—ভালবাসা— ও সূধু কথার কথা,

                      কবির কল্পনা;
         ভালবাসা—ভালবাসা—      পাগলের হাসি-কান্না,
                      নারীর খেলনা।
         কও জগতের কথা,         কবি পাগলের কথা
                     কাজ নাই তুলি';
         প্রেমের এ বিষ-দাহে         কি ঔষধ বল তার—
                     কিসে আমি ভুলি?
         বিস্মৃতি? বিস্মৃতি কোথা। জীবনে বিস্মৃতি নাই;
                     দেহ-মনঃ-প্রাণ—
         সকলি যে আজি মোর       তার কথা, তার গান,
                    তারি অনুধ্যান।
         প্রেম প্রাণ স্মৃতি দিয়া        উদযাপিব প্রেম-ব্রত,
                    হে কবি নবীন,
         দাও ওই বিষ-পাত্র,         দাও ওই তীব্র সুরা,
                    আজি মৃত্যু-দিন!
          তোল হাসি কোলাহল,      বল সবে বল বল
                    কি করিয়া হয়—
          শরতের মেঘ সম         উপরে সুনীল ছায়া,
                    মাঝে শূণ্যময়!
          ওই মদিরার মত         কোথা পাই শূণ্য হাসি,
                    হাসি-ই কেবল,
          অর্থহীন, রসহীন,        মায়াহীন, মোহহীন—
                    সুধু খল-খল্!
           রমণী, তোমার তরে     তোমারি মতন হই
                    কোন্ সাধনায়?
           মুখে হাসি প্রেম-কথা, বুকে নাই কোন ব্যথা—
                     মত্ত আপনায়!