পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্পনার—দুরাশার এ যে অজানিত ঠাঁই,

                স্বপন-অতীত;
      নিদাঘ-মরুভূ-মাঝে     আচম্বিতে মন্দাকিনী
                হ'ল প্রবাহিত।
      জানিতাম আগে যদি     আবার তোমার সনে
               হইবে মিলন,—
      মুছিতে স্মৃতির লেখা     কে যাচিত প্রতিদিন
                অকাল-মরণ?
       জ্ব্লন্ত নয়নপ্রান্তে       করিত কি গরঞ্জন
                রুদ্ধ তরঙ্গিনী?
      হৃদয়-শ্মশান-মাঝে      বেড়া'ত কি কেঁদে কেঁদে
                আশা-পাগলিনী?
      কুসুম-কোমলা স্মৃতি     ছুটিত কি উল্কা সম
                জ্বালায়ে আপনা?
      পূত-তোয়া প্রেম-গঙ্গা,    বরষার পদ্মা সম
                হ'ত কি ভীষণা?
      হেরি' ওই মুখখানি      আবার নয়ন কেন
               ভুলিছ মায়ায়?
      দুর্ললিত প্রেম-স্রোত       আপন মরণ-পথে
                কেন ছুটে যায়?
      মধুময়ী সুখ-আশা,       নিদাঘের শুষ্ক লতা
                কেন মুঞ্জরিত?
      অতীত-শৈশব-ছায়া,      লুপ্ত ফল্গুনদী আজি
                কেন উচ্ছসিত?
      কুহকিনী কল্পনার         অপরূপ ইন্দ্রজাল
                অন্তরে আমার,
      পলে পলে কত মূর্ত্তি,— আশার অমৃত-লেপে
                আঁকিছে আবার!