পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাগ্রতে সুখের স্বপ্ন, সে দুর-নন্দন-শোভা

                মেঘে মেঘে ভাসে!
      ও মুখের প্রতিবিম্ব,      পূর্ণিমা-চাঁদের আলো
                ভাঙ্গা বুকে হাসে!
      হৃদয়ে হৃদয় দিয়া       শুন তবে একবার
                স্মৃতির গর্জ্জন!
      হৃদয়ে হৃদয় দিয়া       দেখ একবার, সখী,
                 হৃদয়-মন্থন!
     একটী তরঙ্গ আজ       হয়েছিল অনুকূল,
                হয়েছে মিলন;
     একটী তরঙ্গ রোষে      আসিবে, পড়িব দূরে—
                সহস্র যোজন!
     এই স্বপনের দেখা,      এই স্বপনের কথা
                এখনি ফুরাবে!
     নিমেষে আকাশ-মাঝে     কক্ষ-ভ্রষ্ট তারাটুকু
                এখনি হারাবে!
     জগতের অন্ধকারে       পড়ি' আমি একধারে,
               নিশ্চল নয়ন—
     দেব-অভিশাপ সম       বহিব কি নত-শিরে
               দুর্ব্বহ জীবন!
     এস তবে একবার—      মিলাইয়া, সুলোচনা,
               নয়নে নয়ন,
     দেখি লো কেমন লাগে    নিদাঘের তীব্রতপ্ত
               এ মরু-জীবন!
     শুন তবে একবার—     এ প্রাণের জ্বালাময়ী
               দুঃখের কাহিনী;
     বলিতে বলিতে সুখে     একবার—চিরতরে
               ঘুমাই রমণী!