পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কই সেই সুখ স্থির, সে মহান, সে গম্ভীর—

             অনন্ত আকাশ সম আপনায় লীন?
         সে আগ্রহ, সে নিগ্রহ,   সে যন্ত্রণা অহরহ,
             শত রবী শশী মরে—ভ্রূক্ষেপ-বিহীন!
          কই সে করুণ-স্পর্শে   শত স্বর্গ জাগে হর্ষে?
              কই সে ভ্রূভঙ্গে শত নরক-সৃজন?
          ধরণী লোটে না পায়ে   ভাগ্য অচেতন-প্রায়,
              জীবনে জাগে না আর সহস্র জীবন!
                          ৪
          কবি যোগী ঋষি ল'য়ে   সে প্রেম উধাও হ'য়ে
             পলাইয়াছে স্বর্গে—কিংবা নন্দনে, নির্ব্বানে!
          ভূত দেহ আছে পড়ি',    পিশাচের বেশ ধরি',
            আমরা কি নৃত্য করি এ অমা-শ্মশানে!


           ল'য়ে তার মৃদু হাসি    গড়ি টীকা রাশি রাশি;
              প্রাণ-গত অশ্রু ল'য়ে বাদ প্রতিবাদ;
           নিঃশ্বাস প্রশ্বাস ধরি'     আশ্লেষে বিশ্লেষ করি;
               ইঙ্গিতে ভঙ্গিতে হেরি শঠতা প্রমাদ।
           ভালোবাসা—চিরভক্তি,   চাই পাণ,চাই শক্তি,
               এ অনন্ত অনুভূতি খেয়ালের নয়;
           বহু স্বার্থ-আত্ম-ত্যাগে,   বহু জপে তপে যাগে,
               বহু ধৃতি-ক্ষমা-যত্নে প্রেম সমুদায়।
                         ৫
           বল, প্রিয়া, ইহা কাম—বিধাতা সদাই বাম—
               তুচ্ছ কুতূহল ইহা, সময়-যাপন;
           রাগে মানে বেঁচে র'য়ে,   মরে' যায় তৃপ্ত হ'য়ে—
               বিরক্তি ভ্রূকুটি স'য়ে চুম্বনে মরণ।