পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী

মহাভারত

আদিপর্ব্ব।

নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরত্তমম্।
দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ॥

গ্রন্থাভাষ।

হরিনাম সর্ব্বশাস্ত্র বীজ দ্বি-অক্ষর।
অন্ত নাহি, আদি নাহি, বেদে অগোচর॥
কৃষ্ণ-দ্বৈপায়ন করে ভারত-রচন।
ত্রৈলোক্য দুর্লভ হয়, অমূল্য রতন॥
অর্থ গীতি তাহে কৈল, সুগন্ধি নির্ম্মাণ।
রচিত কেশর তাহে, বিবিধ আখ্যান॥
বিপুল বৈভব ধর্ম্ম, জ্ঞানের প্রকাশ।
কলির কলুষ যত, হয় তাহে নাশ॥
ষাটলক্ষ শ্লোকে ব্যাস ভারত রচিল।
শ্লোক তার ত্রিশলক্ষ, দেবলোকে দিল॥
পড়িল দেবলোকে নারদ তপোধন।
ইন্দ্র আদি দেবতারা করেন শ্রবণ॥
পনেরো লক্ষের শ্লোক পরম যতনে।
অসিত দেবল মুখে পিতৃলোকে শুনে॥
শুকদেব মুখে শুনে গন্ধর্ব্বাদি যক্ষ।
মহাভারতের শ্লোক চতুর্দ্দশ লক্ষ॥
প্রচারিত লক্ষ শ্লোক হ'ল ধরাপরে।
সংসার নরক হতে উদ্ধারিতে নরে॥
কহেন বৈশম্পায়ন জন্মেজয় শুনে।
পরম পবিত্র কথা ব্যাসের বচনে॥

ষট্ শাস্ত্র চারি বেদ একভিতে কৈল।
ভারত গ্রন্থের সনে ওজনে তুলিল॥
ভারেতে অধিক তবে হইল ভারত।
বিবিধ পূরাণ গ্রন্থ যাহার সম্মত॥
সবার চরিত্র এই ভারত-ভিতর।
শ্রবণেতে নাশ হয় যার পাপ ভার॥
সকল শাস্ত্রের মাঝে প্রধান গণন।
দেবগন মাঝে যথা দেব নারায়ণ॥
অনেক দুরন্ত তপে ব্যাস মহামুনি।
রচিল বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী॥
ভারত পুস্তক গ্রন্থ বিদিত ভুবন।
পঠনে শ্রবণে লভে দিব্যমুক্তি-ধন॥


সৌতির নিকট সনকাদি ঋষির ভৃগুবংশ বিবরণ জিজ্ঞাসা।

সনকাদি মুনিগন নৈমিষ-কাননে।
দ্বাদশ বর্ষ যজ্ঞ করে একমনে॥
লোমহর্ষণের পুত্র সৌতি নামধর।
ব্যাস-উপদেশে সর্ব্বশাস্ত্রেতে তৎপর॥
ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ-কাননে।
সনকাদি মুনি যজ্ঞ করে যেইখানে॥

৩—৪