পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মাসীনং সুমন্তাৎ স্তুত-মমরগণৈব্যার্ঘ্রকৃর্ত্তিং বাসনং

 হিরণ্যক-পুত্র তবে হৈল পঞ্চজন।
   ধান প্রহ্লাদ পুত্র ত্রৈলোক্যপাবন।।
   ন পুত্র হৈল তার মহাধনুর্ধর।
 বিরোচন, কুম্ভ আর নিকুম্ভ সুন্দর।।
 বিরোচন পুত্র হৈল বলি মহাশয়।
  র পুত্র বাণ বীর ভূবনে দুর্জ্জয়।।
 মহাকাল নামেতে শিবের কিঙ্কর।
 সহস্রেক ভূজেতে ভূষিত কলেবর।।
 দনুর নন্দন হইল দানব সকল।
 চতুস্ত্রিংশৎ পুত্র হইল বলে মহাবল।।
   প্রাচিত্তি সম্বর পুলোমা মুক্তকেশী।
 বংবিধ বহুনাম দানবেতে ঘোষি।।
 ইহা সবাকার পুত পৌত্র কোটি কোটি।
 স্বর্গ মর্ত্ত্য পাতালে দানব্দল কোটি।।
 রাহু নামে এক পুত্র সিংহিকা-উদরে।
 চক্রে কাটি দুই অঙ্গ কৈল চক্রধারে।।
 দনায়ুর চারি পুত্র হইলেক ক্রমে।
 কানহ বিখ্যাত বল বীর বৃত্র নামে।।
 কালার নন্দন হৈল কালকেতুগণ।
 দেবের অবধ্য তারা বিখ্যাত ভূবন।।
 কদ্রুর নন্দন হইল অনন্ত বাসুকী।
 ইত্যাদি কদ্রুর পুত্র সহস্রেক লিখি।।
 অনুরম্ভা আকীরাদি বিশ্বার দুহিতা।
 প্রধানা নন্দিনীগণ জগতে বিদিতা।।
 অলম্বুষা, মিশ্রকেশী, রম্ভা, তিলোত্তমা।
 সুবাহু, সুব্রত আদি লোকে অনুপমা।।
 হাহা হুহু নামে পুত্র গন্দ্ধর্ব্বের রাজা।
 কপিলার পুত্রগণে সবে করে পূজা।।
 ব্রাম্ভণ অমৃত গবী কপিলা উদরে।
 যাহার মহিমা গুণ বিখ্যাত সংসারে।।
 চিত্ররথ আর যত অপ্সর কিন্নরে।
 কাশ্যপ কপিল পুত্র ক্রোধার উদরে।।
   নির উদরে জন্ম সাত্যকি যে মুনি।
 জগৎজননী এই তের দাক্ষায়ণী।।
 অঙ্গিরে ব্রম্ভার পুত্র তাঁর তিন সূত।
 বৃহষ্পতি, উতথ্য, সম্বর্ত্ত, গুণযুত।।
 পৌলস্ত্য মুনির পুত্র বিখ্যাত সংসারে।
 বিশ্বশ্রবা পুত্র তার সর্ব্বগুণ ধরে।।
 কুবেরাদি যক্ষ যত তাঁহার নন্দন।
 রাক্ষস, রাবন, কুম্ভকর্ণ, বিভীষণ।।
 অত্রির নন্দন হৈল অনেক ব্রাম্ভণ।
 ক্রতুর নন্দন হৈল যজ্ঞের কারণ।।
 ব্রম্ভার দক্ষিণহস্ত দক্ষ প্রজাপতি।
 পঞ্চাশৎ কন্যা তাঁর হইল উৎপত্তি।।
 ব্রম্ভার দক্ষিণ হস্তে ধর্ম্ম মহাশয়।
 দশ কন্যা দক্ষের করিল পরিণয়।।
 কীর্ত্তি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, ক্রিয়া।
 বুদ্ধি, লজ্জা, মতি, এই দশ ধর্ম্মপ্রিয়া।।
 তিন পুত্র ধর্ম্মের শুনহ তার নাম।
 সর্ব্ব ঘটে স্তিতি তাঁরা শম, হর্ষ, কাম।।
 কামের বনিতা রতি প্রাপ্তি পতি শম।
 হর্ষের বনিতা নন্দা এই তার তার ক্রম।।
 অশ্বিন্যাদি কন্যা সপ্তবিংশ দক্ষায়ণী।।
 বিবাহ কারণে চন্দ্রে দিল দক্ষমুনি।।
 ব্রম্ভার তনয় মনু বিখ্যাত ভূবল।
 প্রজাপতি নামে তার জন্মিল নন্দন।।
 সেই প্রজাপতি পুত্র বস্উ অষ্টজন।
 বসুর নন্দন হৈল দেব হুতাশন।।
 যত কহিলাম পূর্ব্বে সৃষ্টির সঞ্চার।
 প্রত্যক্ষে শুনহ তবে নাম সবাকার।।
 দানব প্রধান বিপ্রচিত্তি মহাতেজা।
 জরাসন্ধ নামে হৈল মগধের রাজা।।
 হিরণ্যকশিপু নামে দৈত্যের প্রধান।
 শিশুপাল হৈল সেই মহাবলবান।।
 শল্য সে হইল পূর্ব্বে প্রহ্লাদ যে ছিল।
 অহ্লাদ আসি মর্ত্তে ধৃষ্টকেতু হৈল।।
 বাস্কল আসিয়া হইল ভগদত্ত নাম।
 কালনেমি হৈল কংস মথুরায় ধাম।।
 শরভ নামেতে দৈত্য পৌরব হইল।
 উগ্রসেন নামেতে গরিষ্ঠ নাম দিল।।
 দীর্ধজিহ্বা নামে দৈত্য নাম কাশীরাজা।
 মণিমান্ নামে বৃত্রাসুর মহাতেজা।।