পাতা:অঙ্গুষ্ঠ -জ্যোতির্ময় চট্টোপাধ্যায়.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অনাহূত

আকাশে প্রদীপ জ্বেলে ছোট ছোট তারা,
ক'রে চলে সারা রাত আঁখির ইশারা—
কাকে ডাকে? না বুঝেই আমি দিই সাড়া।

গ্রন্থবার্তা

বহু পুঁথিপত্র ঘেঁটে
সার কথা কই
সব চেয়ে সেরা গ্রন্থ
মোটা চেক বই।

যদ্যপি

শুধু নিজ মাংসে যদি
মিটে যেত ক্ষুধা,
সুধাময় হয়ে যেত
নিশ্চয় বসুধা।

২০