পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধামোহন চরিত্র · ዓ¢ পরে রাজসাহী আসিবার সংকল্প করিয়া প্রত্যাগমন । করিতেছেন, পথে আদিতে আদিতে একদিন সারংকালে পুঠিয়ায় উপস্থিত হইলেন, এবং রাজবাটীতে আতিথ্য স্বীকার করিলেন । রাজ কৰ্ম্মচারিগণ র্তাহাদিগকে সম্মান করিয়া বাসস্থান প্রদান করিলেন । I রাত্রি এক প্রহর হইলে দুই জন পূজারি ব্রাহ্মণ দুষ্টখানি থালায় লুচি, কচুরী, মিষ্টান্ন লষ্টয়া বৈষ্ণবধরে নিকট উপস্থিত হইয়া কহিলেন, আপনাদিগের আহারের জন্ত প্রসাদ আনিয়ছি, কোথায় রাখিব ! কালিন্দীদাস কহিলেন কাহার প্রসাদ, ব্রাহ্মণ কহিলেন মা কালীর প্রসাদ। শুনিবা মাত্র বৈষ্ণুলদ্বয় ক্রোধে রক্তাক্ষ হইয়া কহিলেন, লইয়া যান, লইয়া যান, প্রসাদে আপশুক নাই, আমাদিগকে বিক্রপ করা উদ্দেশু। আমরা একমাত্র বিষ্ণুর প্রসাদ ভিন্ন অন্ত কোন দেব দেবীর প্রসাদ ভক্ষণ করি না। ব্রাহ্মনেরা শুনিয়া অবাক হইলেন এবং হাসিতে হাসিতে একবারে রাজার নিকট উপস্থিত হইয়া কহিলেন, হুজুর, বৈষ্ণবদিগকে কালীর প্রসাদ দিতে গিয়াছিলাম, তাহার কালীর প্রসাদ শুনিয়া রাগাম্বিত ভাবে কহিল, লইয়া যাও, লইয়া যাও, আমরা বিষ্ণুর প্রসাদ ভিন্ন অন্ত কোন প্রসাদ ভক্ষণ করি না। রাঙ্গ কালীমন্ত্র উপাসক ও মা কালীর ঐকাস্তিক ভক্ত