পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: е е দশম পরিচ্ছেদ । τιμ.μα-ωwwωκαμπα निकृTाङङ्ग छग्नि श्रद्धईिऊ इद्देमांtछ्न, भश४ऊ 8वक्षदचग्न विश्वभ সন্দিহান ও বিস্ময়াকুল হইয়া অবিশ্রাস্ত পথ চলিতে লাগিলেন । তৃতীয় দিবস মালিহাটতে উপস্থিত হইয় শুনিলেন প্ৰভু চৈত্র মাসের শুক্লপক্ষীয় নবমীতে ইহলোক পরিত্যাগ করিয়াছেন, গুরুপত্নী ঠাকুরাণী তাহার শেকে ম্রিয়মান হইয়া শষ্যায় শয়ন করিয়া আছেন। মহাভক্ত কালিনীদাস ও পরাণদাস হৃদয় বিদারক সংবাদ শ্রবণ মত্ৰ বজ্রাহত পথিকের কায় “হায় কি হইল - বলিয়া ভূতলে মুচ্ছপিন্ন হষ্টয় পড়িলেন । কিয়ৎক্ষণ পরে লন্ধসংজ্ঞ প্রভুর গুণাবলী কীৰ্ত্তন করতঃ রেঞ্জন করিতে লাগিলেন, অনস্তর পূজনীয় মাতা ঠাকুরাণীর পদমূলে উপবেশন পূর্বক পথিমধ্যে প্রভুর দর্শন প্রাপ্তির ও মহোৎসৰ করাইবার আদেশের বিষয় তাহাকে অবগত করাইলেন । ঠাকুরাণীমত্তা শুনিয়া কা দিতে কঁাদিতে কহিলেন, “বৎসগণ । তোমরাই ধন্ত, তোমরাই প্রভুর প্রকৃত স্নেহ পাত্র, কারণ প্ৰভু অস্তহিত হইয়াও তোমাদিগকে দর্শন দিলেন । ষােহাঁইউক পুত্রহীন প্রভুর পুত্রস্থানীয় হইয়৷ তদীয় আদেশানুষায়ী মহোৎসলাদি সম্পাদন করিও । আমি তোমাদিগের আগমন প্রতিক্ষয় ছিলাম, যখন প্রভু বৃন্দাবন ধাম গমন করিয়াছেন তখন আমিও র্তহার অনুগামিনী হুইলাম।” এই বলিয়া বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় প্রতিপদ তিথিতে, হ রাধে ! হা কৃষ্ণ ! হা গৌরাঙ্গ !