পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬• ষষ্ঠ পরিচ্ছেদ । . TMMTAMAAAS কৃতাৰ্থ বোধ করিতে লাগিলেন, এবং প্রভুর অতিথি সোন ও দেব সেবার জন্ত ভাডোয়া গ্রামে পঞ্চাশ বিঘা নিম্বর জমী প্রদান করিলেন। ሤ অনন্তর প্রভু বীরচন্দ্রপুরে উপস্থিত হইয়া বঙ্কিম রায় দর্শন করিলেন এবং একে একে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ও লীলাস্থান , সকল দর্শন করিয়া সন্তোষ লাভ করিলেন । তত্ৰত্য নিত্যানন বংশীয় গোস্বামিগণ র্তাহার যথেষ্ট সমাদর করিলেন এবং অনুরোধ পূর্বক তাহাকে কিছু দিন তথায় রাখিয় তাহার শ্ৰীমুখে রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গণীল বিষয়ক প্রণীত গীতাবলী শ্রবণ ও শিক্ষা করিয়া যথেষ্ট গ্রীতি লাভ করিলেন। অত:পর প্রভু তথা হইতে বিদায় লইয়া বাট প্রত্যাগমণ করিলেন ।