পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধামোহন চরিত্র । ○(r ஊகம் কর্ণ রসায়ন গৌরাঙ্গ গুণ কীৰ্ত্তন ত কখন শ্রবণ করি নাই ।” এই প্রকার নানা কথা বলিতে বলিতে স্ব স্ব অtলয়ে প্রস্থান করিল। সে রাত্রি তথায় রাধামোহন প্ৰভু পরমহুগে অতিবাহিত করিয়৷ তৎ পরদিন যাজিগ্রামে গিয়া অবস্থিতি করিলেন । সেখানে দিন ত্রয় যাপন করিয়া প্রভাতে শিষ্যদ্বয় সঙ্গে শ্ৰীখণ্ড গমন করিলেন । তত্ৰত্য সরকার ঠাকুর মহাশয়ের বংশীয়গণ যথোচিত সমাদর ও অভ্যখন পুৰ্ব্বক তাহাকে সে দিন তথায় থাকিবীর জন্ত বিশেষ রূপ উপরোধ করিলেন । প্রভুও তাহাদিগের উপরোধ লঙ্ঘন করিতে না পারিয়া তথ{য় থাকিতে সম্মত হইলেন । ঠাকুর মহাশয়ের প্রভুর যথেষ্ট পরিচর্ষ্য করিলেন । অনন্তর গৌরাঙ্গ দেলের সন্ধ্যাকালীন আরাত্রিক সমাধা করিয়া র্তাহীকে নিজ স্কৃত সঙ্কীৰ্ত্তন গান করিবার জন্ত উপরোধ করিতে লাগিলেন প্রভুও সন্তুষ্ট হইয়া গৌরাঙ্গ গুণ কীৰ্ত্তনে প্রবৃত্ত হইলেন । গীত । কাহে পুন গেীর কিশোর। জগত যামিনী, জনু ব্রজ কামিনী, নব নব ভাবে বিভোর । কাঞ্চন বরণ, ভেল পুন বিবরণ, গদগদ হরি হরি (s)