পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধামোহন চরিত্র । | 39 কথায় কথায় রাত্রি অধিক হটলে সকলে ভোজন করিয়া স্বস্ব গৃহে শয়ন করিলেন। প্রভাত হইলে রাধামোহন প্ৰভু উদ্ধৰ দাস ও গোকুলানন্দ দাসকে সঙ্গে লইয়া নবদ্বীপ ধান যাত্র করিলেন। সে দিন কণ্টক নগরে উপস্থিত হইয় দাস গদাধরের প্রতিষ্ঠিত গৌরাঙ্গ ও নিত্যানন্দ দেবকে দর্শন করিয়া পরম প্রীত্তিলাভ করিলেন । বিশাল নয়ন যুগল হইতে প্রেমাত্র বিগলিত হইতে লাগিল ৷ যদুনন্দন চক্ৰবৰ্ত্তীরবংশীয় শুমানন্দ চক্রবর্তী #ॉकूग्न भशंभग्न उौग्न পরিচয় প্রাপ্ত হইয়া যথেষ্ট সমাদয় পুৰ্ব্বক স্বীয় আবাসে লইয়৷ গেলেন । রাধামোহন প্রভুও তদীয় সৌজন্ত ও সদ্ব্যবহার দর্শনে প্রীত হইয় শিষ্যদয় সঙ্গে তাহার আলয়ে গমন করিলেন । " তথায় মহাপ্রভুর প্রসাদ ভক্ষণ ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ংকাল আগত হইলে গৌরাঙ্গ দেবেব আরাত্রিক দর্শনার্থ তৎ প্রাঙ্গণে উপস্থিত হইলেন। সে দিন প্রভুকে দর্শন করিবার জন্ত অসংখ্য লোকের সমাগম হইয়াছিল, নাট্য মন্দির ও তৎ পার্শ্ববর্তী স্থান সমস্ত লোকে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল । । == 曹 আরাত্রিক সমাধা হইলে রাধামোহন প্রভু উদ্ধব ও