পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধামোহন চরিত্র । ꬃፃ Ψαπα πμ ക്ഷ*ുജ്ജിക്കു ہے۔ ـیــیصد ہیت مظاہم ہینسبسےـصـحـہ φ Μπάβωμα, এবং উপবেশন পূৰ্ব্বক সাব্বাঙ্গে তিলক ও ছাপামুদ্র ধারণ করিয়া হরি নামের মালা লইয়া জপ করিতে লাগিলেন । ক্রমে পুঠিয়ার সব স্ত্র ও তৎপাশ্ববর্তী গ্রাম সমূহে প্রকাশিত হচল যে দুই জন দক্ষিণদেশী বৈষ্ণু আসিয়াছে, তাহার। গত রাত্রে কালীর প্রসাদ গ্রহণ করে "লাই বলিয়৷ রাজা তাঙ্গাদিগকে বন্দী করিয়া রাখিয়াছেন, অস্ত সকালে রাজসভায় রাজ তাহাদিগকে প্রতিফল প্রদান করিবেন। এহ সংবাদ যতদূর প্রচারিত হইল, ততদুর হইতে বহু লোকের সমাগম হক্টতে লাগিল। ক্রমে রাজসভা লোকে পরিপূর্ণ হইয় উঠিল। রাজ ও দেওয়ান প্রভৃতি সমস্ত কৰ্ম্মচারী সে দিন সকালে সভায় আগমন পুৰ্ব্বক স্ব স্ব নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন । রাজা সভায় আসিয়াই বৈষ্ণবদ্বয়কে তথায় লহয়। আসিবার জন্ত আদেশ প্রদান করিলেন । একজন ব্রাহ্মণ কৰ্ম্মচারী তাড়াতাড়ি উঠিয়া গিয় তাহাদিগকে সংবাদ দিবা মাত্র উহারা উভয়েই প্রফুল্লচিত্তে রাজসভায় গমন করিলেন । যখন কালিন্দীদাস ও পরাণদাস সভামধ্যে প্রবেশ করিলেন তখন তাহাদিগের তেজস্বিত ও গম্ভীর মুৰ্ত্তি দেখিয়া সকলেই বিস্মিত ও নিস্তব্ধ হইলেন । তাহারা নিকৃষ্ট আসনে উপবেশন করিলে রাজার সভাপণ্ডিত জিজ্ঞাসা