পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ、● রাধামোহন চরিত্র । க সঙ্গিগণ র্তাহার এই কথা শুনিয়া অতিশয় দুঃখিত হইল, তাহাদিগকে প্রবোধ দিয়া অন্তান্ত দেশীয় যাত্ৰিগণের সহিত বিদায় দিলেন । অনস্তর তিনি সিঙ্গার বটের নিত্যাননা বংশীয় জনেক গোস্বামী পাদের নিকট ভক্তি শাস্ত্র অধ্যয়ণ করিতে লাগিলেন । অসাধারণ প্রতিভা ও ধীশক্তি প্রভাবে দুই বৎসর মধ্যে শ্ৰীমদভাগবতাদি সমস্ত ভক্তি শাস্ত্রে বিলক্ষণ ব্যুৎপন্ন হইয় উঠিলেন, স্বয়ং নানা প্রকার নিগুঢ় অর্থ বাহির করিয়া ভাবুক গণকে বিস্মিত করিতে লাগিলেন। সকলেই তাহার অদ্ভূত ক্ষমতা ও পাণ্ডিত্য দর্শনে বিমোহিত হইলেন, ব্রজধামের সৰ্ব্বত্রই তাহার প্রতিষ্ঠায় পূর্ণ হইতে লাগিল। এই সময়েই তিনি বৃন্দাবন ধামে কালিন্দী দাস ও পরাণ দাস নামক দুইজন সংস্কৃতজ্ঞ বৈষ্ণবকে ভক্তি শাস্ত্র অধ্যয়ণ করাইতে লাগিলেন ; তাহার প্রভুর প্রসাদে ভক্তি শাস্ত্রে সম্পূর্ণ রূপ অধিকারী হইয় তাহার নিকট রাধা কৃষ্ণ মন্ত্র গ্রহণ করিলেন ; এবং আজীবন প্রভুর পরিচর্য্যায়ে ও আজ্ঞা পালনে নিযুক্ত হইলেন । ব্ৰজপূর মধ্যে রাধামোহন প্রভুর যশ: পতকা ক্রমে উন্ডডীন হইল। সকলেই তাহাকে অদ্বিতীয় পণ্ডিত বিশেষতঃ শ্ৰীনিবাস প্রভুর বংশ সদ্ভূত বলিয়া যথোচিত সমাদর ও ভক্তি