পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধামোহন চরিত্র। কহিতে লাগিল বাশ্বাদিনী অবিরত ইহার কণ্ঠে বসিয়া আছেন, সেই জন্তই ইহার এত পাণ্ডিত্য ও এত স্বরমাধুর্য্য। তাহা ন হইলে কি সুপ্রসিদ্ধ দিগ্বিজয়ী ইহার নিকট পরাভূত হয়।” অনেকক্ষণ পরে রাধামোহন প্রভু ‘অতিরিক্ত রাত্রি হইয়াছে দেখিয়া শ্লোক ব্যাখ্যায় বিরত হইলেন, কৃষ্ণ মিশ্র তাহাদিগকে সঙ্গে করিয়া বাসায় লইয়া গেলেন । সমবেত ব্যক্তিবর্গ প্রভুর ভূয়সী প্রশংসা করিতে করিতে স্ব স্ব গৃহে প্রস্থান করিলেন। প্ৰভু বাসায় গিয়া মহাপ্রভুর প্রসাদ ভক্ষণ করিয়া বিশ্রামার্থ সুকোমল শয্যায় শয়ন করিলেন । গোকুলানন্দ ও উদ্ধলদাস র্তাহার পদোপান্তে শয্যা করিয়া geBBS BBBB S BBBB BBBB BBBB BBB BBS কালীন সন্ধ্যা ও বন্দনাদি সমাপন পূর্বক উদ্ধব ও গোকুলানন্দের সহিত নবদ্বীপধাম পরিক্রমা করিতে লাগিলেন । গৌরাঙ্গ, নিত্যানন্দ অদ্বৈত প্রভুর ও গেীর ভক্তবৃনের লীলা স্থান ও বিহারস্থান প্রভৃতি সন্দর্শন করিয়া পরম পুলকিত হইলেন। দিবা দুই প্রহর পর্য্যস্ত ভ্রমণ করিয়া বাসায় আসিয়া ভোজন ও বিশ্রাম করিলেন । অপরাহ্নে বিদ্বান বৈষ্ণব মণ্ডলী মধ্যে ভক্তিশাস্ত্র পাঠ ও তাহার ব্যাখ্যা করিয়া শ্রোতৃগণের চিত্ত বিনোদন করিতে লাগিলেন | সায়ংকাল সমাগত হইলে গৌরাঙ্গ দেবেন্ন অরক্তি দর্শন করির ভক্তবৃন্দের সহিত