পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । る > ங்_ _ идыв нашлки α". Η -ககாங்கற கற்க _ SSTTSTTAAAASASASS TSTGAT TGATGSGATT AMS MSTS T TGGGS TS আত্মরক্ষার উপায় দেখুন।” প্ৰভু সহান্ত বদনে কতিলেম, “মা ! সমস্ত কৰ্ম্মহ কৃষ্ণের ইচ্ছাধীন, তিনি যাহা করিরেন, তাহাই ঘটিলে ।” এই বলিয়া বাসায় আসিয়া সমভিব্যাহারী সকলকে যুলতীর কথিত ভালী বিপদের কথা জ্ঞাত করাইলেন । শ্রবণ মাত্র সকলে ভয়ে কম্পলান ও অশ্রজলে অভিষিক্ত হইয়া উঠিল । কাতর স্বরে প্রভো ! আমাদের কি দশ হইবে বলিয়', তাছার চরণ সমীপে লুষ্ঠিত হইতে লাগিল। প্রভু কহিলেন, “চিন্ত কি, কৃষ্ণ কৃপায় সকলেরই প্রাণ রক্ষ হইলে, অদ্য একাদশী, তোমরা নিঃশঙ্ক চিত্তে ফল মূল ভোজন করিয়া জলপান কর ; এবং রাত্রি জাগরণ করিয়া আমার সহিত হরি গুণানুকীৰ্ত্তন কর।” প্রভুর আশ্বাস জনক বাক্যে সকলেরই চিত্ত কিয়ৎ পরিমাণে আশ্বস্ত হইল এবং অনিচ্ছাসত্বেও প্রভুর বাক্যে কিঞ্চিৎ কিঞ্চিৎ অনুকল্প করিয়া একত্র উপবেশন পূৰ্ব্বক মনে মনে বিপদ ভঞ্জন মধুস্থদনকে স্মরণ করিতে লাগিল। প্রভুও নির্ভীক মনে স্বীয় আসনে উপবেশন করিলেন । দেখিতে দেখিতে রাত্রি প্রায় চারিদও অতীত হইল। গ্রাম বাসিগণ দুই একটা করিয়া ক্রমে তথায় আসিতে আরম্ভ করিল। কিয়ৎক্ষণ পরে রাধামোহন প্রভু সকলকে সমবেত দেখিয় কিন্নর বিনিন্দিত