পাতা:শ্রীশ্রী রাধামোহন প্রভুর চরিত্র - গিরীশ চন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধামোহন চরিত্র । as ও মহেশ্বর তমোগুণ বিশিষ্ট্র। আস্তাশক্তি মহাশয় ত্রিগুণ "ধারিণী হইলেও তাঁহাকে শুদ্ধ সত্বগুণাবলম্বিনী বলা যাইতে পারে না । সুতরাং তঁহি হইতে মুক্তিলাভ পাইবার আশাও অমিশ্চিত । কেবল শুদ্ধ সত্বগুণময় নিবিবকার কৃষ্ণ ভিন্ন মোক্ষ প্রাপ্তির কোন উপায়ই দেখিতেছি না। তবে আমি ও এতদিন বৃথা কালক্ষেপ করিলাম, পরকালে শ্রেয়োলাভজনক কোন কাৰ্য্যই করিলাম না । যাহাহউক আর বিলম্ব করিব না, সত্বরেই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করিব, এহ নিশ্চয় করিয়া রাজা বৈষ্ণব দিগকে জিজ্ঞাসা করিলেন, আপনাদের নিবাস কোথায় ? কাবিন্দীদাস কহিলেন আমাদিগেদ নিবাস মালিহাট, আমরা প্ৰভু রাধামোহনের শিষ্য নবাব বাহাদুর আমাদিগের আচাৰ্য্যকে ভাবুক মাহালের যে সনন্দ প্রদান করিয়াছেন, আমরা সেই সনদ লইয়া ভাবুক মাহাল দখলের জন্ত সব্ব ত্র পরিভ্রমণ করিয়া গতকল্য সায়ংকালে আপনকার আশ্রয়ে অতিথি হইয়াছি। রাজা চমকিত হইয়া কহিলেন আপনারা কি রাধামোহন গোস্বামীর শিষ্য ; ধিনি মহারাজ মন্দকুমারের গুরুদেব, যিনি মহামহোপাধ্যায় দিগ্বিজয়ীকে পরাস্ত করিয়া ভারত মধ্যে স্বকীয় নিৰ্ম্মল যশ:পতাকা উড্ডীন করিয়াছেন। তবে