পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ * * 15 મિ. ઊર્જાતક’ হল। মশাই, আর লজ্জা দেবেন না,—লজ্জা দেবেন না। এই মেলটা ( Mail ) এলেই ঠিক আপনাদের মত কাল সাহেব কয়ে বেড়াচ্ছি। কৃষ্ণ । না, আমি আজই আপনার সুট কিনে দেবো, আপনার টাকা না থাকে, আমি টাকা দিচ্ছি । হল। মশাই, টাকার অভাব কি ; এই সে দিন ছোটমামার বাকি খাজনার স্কুক্রোর টাকা এল, আমার নামেই ব্যাঙ্কে জমা দিলেন ; এই কাল পচিশ লাখ টাকা মুদ এল, আমার জলপানি দিলেন, এই পাচ ক্রোর টাকা আবাদ কিনতে দিয়েছেন। সাত। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এ কথা মিথ্যা বিবেচনা করবেন না । কৃষ্ণ। ডাক্তার কে, বাবু কে, চাটুৰ্য্যে কি গাজ খেয়েছ ? হল। ওঁর কথা ধরবেন না । উনি পাগল, ওঁর कथां श्ब्रूदन नां,কৃষ্ণ । উঃ– হল। কি বলছেন ? কৃষ্ণ । আপনার আমাদের সঙ্গে মেশ ভারি উচিত ; কংগ্রেস প্রভৃতি বড় বড় কাজে আপনার স্থাত দেওয়া উচিত। হল। বলতে হবে না মশাই,—বলতে হবে না ; এই মেলট আসুক । কৃষ্ণ । মেলট আসুক কি ? হল। আমি বিলেতি পোষাক অডার দিয়েছি, এই মেলে পহুছিবে ; আমার এ দিশী পোষাক পছন্দ হয় না। & কৃষ্ণ । কি অডার দিযেছেন ? হল। দেড়শ ডজন সাট, পৌনে দুশ ডজন পেণ্টলেন,— d क्लक । ठाझेों कब्tछ्न ? হল। আজ্ঞা না, আর পেনে চারশ ভজন নৈকটাই, স পাচশ ডজন ষ্টীক, আর সাড়ে পাচশ ডজন ফ্র্যাগ । क्लक । कि शांशं गांप्य रू'ब्रह्म ? সাত। আজ্ঞান মশাই, সত্যি সত্যি দিয়েছেন। কৃষ্ণ । চাটুৰ্য্যে, কি ভূমি বকৃছে ? সঠি"। আজ্ঞ ছ্যাঁ, দিয়ে ছন । কৃষ্ণ । ফ্র্যাগ ফরমাস দিয়েছেন কেন ? হল। আজ্ঞ, আপনাদের সঙ্গে মিশলে লাট সাহেব হব তো ? তখন বাড়ীর ওপর দেব। কৃষ্ণ । কি বলছে ! চাটুৰ্য্যে ব্যাটাও তো সায় দিচ্ছে, ওরা মদ খেয়ে এল নাকি ! এই তো বেশ ছিল। হল। আর ধরুন গে, ঘোড়া ফরমাস দিয়েছি বাইশ কাচন, গাড়ী ফরমাস দিয়েছি দশ পোণ, সইস ফরমাস দিয়েছি ন গও, কোচম্যান ফরমাস দিয়েছি আড়াই গণ্ডা। मtछ । श्रांछ कँT| निरग्नtछ्न । কৃষ্ণ । অ্যা! এ কি সত্যি পাগলা ঘর নাকি ? সাত । আজ্ঞে । হল। আর উকীল ফষ্টমাস দিয়েছি তিনটে, কোম্মী ফরমাস দিয়েছি সাতটা! কৃষ্ণ। চাটুৰ্য্যে, এও ফরমাস দিয়েছেন না কি ? সাত । আজ্ঞা হ্যা দিয়েছেন । কৃষ্ণু । না বাবা, পালাতে হলো, এদের কি বদ মায়েসি মতলব আছে । ( নেপথ্যে )—শাস্তি। দীন, দীন, কেড, দোর খোল, এর মধ্যি সাহেব আছে—খুন করবে। দীন দীন, দোল খোল । (গণৎকারের পুনঃপ্রবেশ ) গণ। সৰ্ব্বনাশ করলেন,—সৰ্ব্বনাশ করলেন । এষ্ট রায়টের (Riot) দিনে আপনি সাহেবের পোষাকে বাড়ী সেধিয়েছেন, মুসলমানের টের পেয়েছে; এই খুন করতে এসেছে, আর পালাবেন কোথা? এই সাড়ীখানা নিন, সেই হাত পা ধোবার ঘরে গে লুকুন, পোষাকটা ছেড়ে ফুকোর গলিয়ে ফেলে দেবেন। নেপ-শা। দীন দীন। কৃষ্ণ । আর তো উপায় নাই । [ প্রস্থান । গণ । তারে কিছু বিশেষ ফল চাই, তার রঙ্গিণীর সতীত্ব-ভঞ্জনের প্রয়াস ! নেপ-সিদ্ধে। চাটুৰ্য্যে, চাটুৰ্য্যে ? সাত । আজ্ঞে যাই ! [ সাতকড়ির প্রস্থান । श्ण ! ये ठिनि त्रांमtइन ।