পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াবসান । 8 Y আমিই জানি, আর ভগবান জানেন । পরপুরুষ ছুয়েছে, মেরেছে, কামড়েছে, অাচ - ড়েছে, কিন্তু স্থৰ্যদেব সাক্ষী, আমি বহুকষ্টে ধৰ্ম্মরক্ষা করে পালিয়ে এসেছি। তোমার সঙ্গে আর আমার দৈখা হয় কি না জানি না, কিনে নিতেন। তার পর এই করে কিছু টাকা হাতে হলো, ছোটবাবু কাপড়ের দোকান করে দিলেন !—তাইতে বাড়ী ঘর ণের কব্‌লুম, আর ও দশটাকা হাতে করলুম, দুঃখে সুখে তাই থেকেই চলে যাচ্ছে। রঙ্গি । মা, তুমি আমায় কি বলছে ? বিন্দু। ছোটকৰ্ত্তাকে তোমার হাতে দিয়ে গেলুম, আমি বৌঠাকুরুণকে খুজে তার কাছেই থাকৃবে, আমি চলুম, আর দেখা হয় কি না ? রঙ্গি । মা, তুমি সঙ্গে তো কিছু নিলে না, এক কাপড়ে চল্লে"? বিন্দু। ধড় বৌঠাকুরুণ এক কাপড়ে বেরিয়েছেন, কিন্তু এ কথু তুমি ৱিশ্বাস করে যে, তুমি অসতীর গর্ভে জন্মও নি। রঙ্গি। মা, আমিও স্বৰ্য্যদেবকে সাক্ষী করে বলছি যে, আমার মা অhতী, এ কথা মুীমার ধারণা হয় না ; আমার কথা ফুটতে ফুটতে কে আমার দেবতার স্তব শিখিয়েছিল, কে আমায় ছোটবাবুর কাছে নিয়ে গিয়েছিল, বড় বৌমাকে কে দেখিয়েছিল ? “ বন্দু। আমি সে বাড়ী থেকে কোথায় যাচ্ছি, জানি না ; যতক্ষণ জ্ঞান ছিল,ত তক্ষণ চলেছি। রাত পুইয়েছে, ফর্শ হয়েছে, কে যেন বল্লে, আমিও এক কাপড়ে চলুম। বাড়ীখানি রইলো,তুমি খুটে খেতে পারবে, আমার যা রইলো, এই আকাল পড়েছে, কাঙ্গাল গরিবদের খাইও । রঙ্গি । মা, আর কি তোমার সঙ্গে দেখা হবে না ? বিন্দু। প্রতিব্বাক্যে বেঁচে থাক, যদি বড় বৌঠাকৃরুণকে ফিরিয়ে আনতে পারি, তা হলে ফিরবে, নইলে এই শেষ। রঙ্গি। মা, তোমার কথা আমি মাথায় করে নিলুম। আশীৰ্ব্বাদ কর যেন ছোটবাবুকে ভাল করতে পারি। বিন্দু। আসি মা ! রঙ্গি। এস মা । [ বিন্দুর প্রস্থান। স্বৰ্য্যদেব, আমারও প্রতিজ্ঞা শেন, যদি ছোটবাবুকে ভাল করতে পারি, তবেই অন্নজল মুখে দেব, নচেৎ আজ থেকে আমি অনশনে প্রাণত্যাগ করবো। ( গণককারের প্রবেশ ) গণ। ওরে বেটী, দিদি-মা কোথা গেল রে ? রঙ্গি । কেন ? গণ। আরে, তোদের বাড়ী দখল করবে। রঙ্গি। করুক, আমার বাড়ী-ঘরে দরকার নাই। গণ । দরকার নেই তো আমায় দে । রঙ্গি। নাও, তুমি একটু দাড়াও,মার বাক্সটা বার করে নিয়ে আসি ৷ গণ। আরে শোন, শোন । नन् ि। बtभि षििक् । এটা চাণক, মনে আছে। তার পর জ্ঞান হয়ে দেখি, তোমায় কোলে করে একটী দেবী আমার বিছানায় বসে। তঁর মুখ দেখেই আমার ভয় দূর হলে, সে দেবী এই বৌঠাকৃরুণ । তার পর ছোট কৰ্ত্তাকে দেখলেম, তার দেবমূৰ্ত্তি দেখে আমার মনে হলো যে, আমার বাপ, তিনি আমায় মা বলে ডাকেন। ঙ্গি। মা, ম', সেই ছোট বাবু পাগল হলো ! সেই বড় মা চলে গেল ! আমরা কিছু কত্তে পাল্লেম न! । বিন্দু। আমি ছ মাস শয্যাগত থাকি, বৌঠাকুরুণ শুচি আগুচি না জ্ঞান করে আমার সেবা করেছেন, সাহেব ডাক্তার দিয়ে ছোটকৰ্ত্তা আমার চিকিৎসা করিয়েছেন, যেমন মেয়ের ব্যামো হলে খরচ করে, সেইরূপ অকাতরে ব্যয় করেছেন, ভাল হলে আমায় বাস করে দেন, তিনি একটা দোতালা বাড়ী ভাড়া করেছিলেন, আমি তাকে প্রণাম করে এসে খোলার ঘরে রইলেম ; তিনি টাকা দিতে চেয়েছিলেন, আমি নিই নে ; বড় বৌঠাকুরুণের কাছে দশট টাকা ধার করে মুড়ি ভাজ- • হুম, চিড়ে কুটুতুম, চাল ছোল ভাজ তুম। ওঁরা কি কবৃতেন জ্ঞান ? চাকর দাসী দিয়ে, আমি টের পেতুম না, দোকানকে দোকান والا [ প্রস্থান।