পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াবসান । দের ধৰ্ম্ম। এই এমন সব বেকুবদের আপনি কি বোঝাবেন ? সিদ্ধে। বেকুব নয় হে—বেকুব নয়, বেণী খাই, বুঝতে পার না ? সাত আজ্ঞা না, বেকুবই বটে। অনেকে মিথ্য মোকদমা জানুর নেয় না ; না হলে অtপনাদের অনুগত, হয়েছে কিসে, আপনাদের গুণে না ? কৃষ্ণ। আচ্ছ চাটুয্যে, তুমি একটা মংলৰ বার কর, এখন কি করা যায়, যথাসৰ্ব্বস্ব বাধা দিয়ে ঘর থেকে টাকা বার করে আউটপকেট দেওয়া গেছে। 歌 সাত । বড় শক্ত ব্যাপার !" বড় শক্ত সমিস্ত ! ডো ব্যাট কূি কম পাজী,মেডিকেল coso (Medical board) assifia ( examine) *fata atfÉfFt** ( Certificate ) নিয়েছে যে, ছোটকৰ্ত্তা পাগল নয়। আর আপনাদের ঘরের টেকি কুমীর, মিষ্টার গুই আর ডি, দু জনে তার যোগাড় করেছে । সিদ্ধে। ওহে, তখন তোমায় বলুম যে, দুটোকে কিছু কাটাপোটা খেতে দাও। কৃষ্ণ । তা হলে কি হতো, মেডিক্যাল বোড আর ডো বসাতে পারতো না ? সাত। তবু দুটো বিলেতফের ডাক্তার হাতে থাকৃতে । তা দেখুন, একটা ভাবছি যদি হয়। উভ। কি ? কি ? সাত । ঐ কালীকিঙ্কর আদালতে আনাগোন করতে পারবে না বলে, ঐ হলধরটার নামে মোক্তারনামা দিয়েছে, তাকে যদি বাগিয়ে কিছু করতে পারেন। ফঞ্চ । সে তোমায় করতে হবে। সিদ্ধে। চাটুৰ্য্যে, তোমার হাতেই আমাদের মরণ रँiठन । কষ্ট। কিন্তু ডে থাকতে হলধরকে দিয়ে ৰে কিছু হয়, এমন তো আমি বুঝি না। "* । श्रीब्र बन्न-चह्म, शनि ब्रनि:क हाउ করতে পর , তা হলে ডোই বলুন, আর সোই “ন, কালীকিঙ্করকে ওঠাবে বসাবে। 8 সিদ্ধে। শুনতে পাই, বুড়োর ওর ওপর ভা:ি আসনাই । কৃষ্ণ। আমাদের মিছে বলছে, সব তোমারই করতে হবে। ו সাত । উটি আমার কৰ্ম্ম নয়। ও ছুড়ী যে কে, আমি কিছু বুঝলুম না; তবে হলধরকে দিয়ে যদি আপনার পারেন । (যাদব ও মাধবের প্রবেশ ) মাধ। মশাই, সৰ্ব্বনাশ হলো ! কৃষ্ণ । তোমরা জোচ্চোর, জোচ্চোরের সর্বনাশ হবে না'তে কি ? বিষয় নাই, আশয় নাই, *it#TR #5 (Partition suit ) করতে গেলেন ; ছজন এটর্ণির সৰ্ব্বনাশ করেছ, তা জান ? যাদ । মশাট, গুনতে পাচ্ছি, আমাদের নামে ক্রিমিনেল ওয়ারিণ (Criminal warrant) বেরুবে । সিদ্ধে । তোমাদের ক্রিমিনেল জেল (Criminal Jail ) श् ७ब्रांझे खेकिङ । কৃষ্ণ। যাও, তোমরা দু’জনেই শ্বশুরবাড়ী যাও, স্ত্রীর গহন সব নিয়ে এস, আর নোর সিন্দুক খুলে দেখ গে, জহরং ফহরং কি আছে। মাধ। মশাই, নোর সিন্দুক খুলে, যা ছিল, সব তো এনে দিয়েছি। বাদ। বড়বেীর গহনার বাকুসো শুদ্ধতে আপনার নিয়েছেন। একটা রূপোর ঘড়ী, পোক । রাজের আজট পৰ্য্যন্ত বাড়ীতে নেই। কৃষ্ণ । দেখ, রঙ্গিদের বাড়ীটে ছেড়ে দাও গে যাঁও। মাধ। আজ্ঞা, সেও তো আপনার কাছে বাধা । কৃষ্ণ । আমি সে ছেড়ে দিচ্ছি। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই,তুমি দেখা করিয়ে দিতে পার ? মাধ। আজ্ঞা, সে আমি কি করে দেখা করিয়ে দেব ? সিদ্ধে। তুমি পার ? যাদ । আজ্ঞ না । কৃষ্ণ । তবে তোমরা দু’ভাই দূর হয়ে যাও। মাধ। মশাই, ওয়ারিণ হবে গুন্‌ছি, জেলে নিয়ে যাবে।