পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५१ग्री १* ' 8 to সৰ্ব্বনিয়ন্ত, ভাল মন্দ তোমার পদে অর্পণ করলেম । * ( কালীকিঙ্করের পুনঃপ্রবেশ ) কালী। তুমি হেথায় উঠে এলে কেন ? তোমায় ডাক্তার বাইরে-আসতে বারণ করেছে। রঙ্গি। ছোটবাবু কে চেছিয়ে বললে যে, “আমদের রক্ষা করে, এমনু কেউ নেই ?” কথাটা শেলের মতন অস্তরে বাজলো, তাই চলে এসেছিলেম। এসে দেখলুম ,কি জান? তোমার দুই ভাইপোকে পুলিসে ধরে নিয়ে যাচ্ছে । কালী। পাপের দণ্ড হয়েছে, তুমি কি করবে? রঙ্গি। পাপের দণ্ড ; মার্জন নাই ? তবে তে৷ মানবদেহধারণ মহা বিপু ! যদি মার্জন না থাকে, কোথায় যাব,—কোথায় দাড়াব ! আমি অন্তর্দৃষ্টিতে দেখেছি, এ জীবন কেবল কাৰ্য্যপ্রবাহ, সকল কাৰ্য্যই কলুষিত ; এর पनि लभ७ झग्न, शनि भांडर्जनां न थां८क, ७ কাৰ্য্যফল যদি ভোগ হয়, তা হলে তো অনন্ত কালেও নিস্তাৱ নাই। কালী। ও সব তর্কের সময় এখন নয়, তোমার শরীর বড় অসুস্থ, এ সব চিস্তায় তোমার পীড়া বুদ্ধি হবে। রঙ্গি। ছোটবাবু, তুমি সামান্য রোগকে ভয় করতে বলছে, কিন্তু মহারোগের কি উপায়! এ রোগে দেহনাশ করবে, এই আশঙ্কা ; কিন্তু দেহনাশেও ত সে রোগের নিস্কৃতি नाहे । भांडर्जना नाहे ! अडि उग्नांनक कथl, অকুল পাথার! আমার প্রাণ আকুল হচ্ছে! কালী। কে বললে মার্জনা নাই ? ভগবান অপরাধভঞ্জন, তিনি মার্জন করেন । রদি। তবে কি মাৰ্বনা কেবল মানুষের নিষেধ ? তা হলে মাছুষ অপেক্ষা হিংস্ৰক জন্তু হওয়t তাল ; আমি কুকুরকেও মার্জন করতে cनcषझि । शनि भांकूटशग्न भांजर्जनां निष्षष रुग्न, छ। ९८ण यमन शैनजना आब्र नाहे । বাণী। তুমি আমার কি বলছে ? দি। আমি তোমায় কিছু বলি নি, আমি আপनरिक बल्हि । cय लिन छूथि बाणहिtण फूमि भीब **ण न७, फूभि छांग शब्रह, भांभांब्र মনে হয়েছিল যে, আমাৰ কাৰ্য্য শেষ হয়েছে। দেহ অবশ হলো, ভাবলুম, আমার চরমকাল! কিন্তু কে যেন আমার বললে, “তোর এখন সময় নয়, তোর কাজ বাকী আছে ।” আমার সেই কথায় দেহু সবল ছ’য়ে আবার কার্য্যে প্রবৃত্তি জন্মাল ; কিন্তু আজ দেখছি সকল কাৰ্য্যই কলুষিত-ঘোর অন্ধকার ! কেবল দূরে একটি ক্ষীণ আলে,— দয়া ! সকল অন্ধকার ! কেবল দয়ারই উজ্জ্বল শিখা দেখতে পাচ্ছি। ছোটবাবু, ছোটবাবু, পথ দেখতে পাচ্ছি, এই যে আমার সম্মুখে রাজপথ । সুন্দরস্বরে গান হচ্ছে মার্জন, মার্জন ! দেবদূতে গান করছে – মার্জনা, মার্জন ! সকলকে মার্জন ; শক্রকেও মার্জন । দুরে মনুষ্যত্বের সুন্দর মন্দির, আমি চললেম । কালী। কোথায় যাবে ? রঙ্গি। তুমি ভেবে না, বাপ দি ও না। আমার অনেক কাজ আছে, কাজ থাকতে দেহ যাবে না, আমি চলুলেম । [ প্রস্থান। কালী । বালিকা আমার শিক্ষাদাত্রী। বালিক। অামার, গুরু । ক্রোধ আমার হৃদয় অধিকার করেছে, প্রতিহিংসা আসন গ্রহণ করেছে, তাই সত্যের দোহাই দিয়ে ভয়াৰ্ত্ত বালকদের মার্জনা করি নাই। কিন্তু আজ হ’তে মার্জনা—মার্জনা ! মার্জনাই মনুষ্যত্ব, cनवज्र, श्रेश्ब्रज । [ প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক । سب سے* مبے श्रृंथं । পাহারাওয়াল, দিহ, যাদব, মাধব, ম্যাজিষ্ট্রেট, মন্দাকিনী, নিস্তারিণী । মনা। কোথায় যাচ্ছ ? কোথায় যাও? এ যে সাহেব, সাজন, পাহারাওয়াল, এই নাও