পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নসীরাম। bo নলী। চুপ চুপ-শীকার জুটেছে। (সোণার গীত) ভাতারকে পূরে গালে উঠলো কাক-ধ্বজ রথে। সরে যা সৰ্ব্বনাশী আসবে এই পথে ॥ কুলো হাতে কালামুখী সিদূর মুচেছে, ছিল হেলা-গোলা ভাঙ্গড় ভোলা সেটা চেছে ছারকপালীর এমনি লোলা সকল রুচেছে ; নয় তো সোজা যায় না বোৰী, চলে রাড়ী কি স্রোতে, " ধোয়ার মত অণধার-বরণ কায়, তেল বিনে চুল রূক্ষ হয়ে হাওয়ায় উড়ে যায়, নাম শুনে ৰম ভয়েতে পালায় ; খাবে কার মাথা এবার ফিরবে না তো কথাতে ॥ নসী। সোণামণি চাদবদনী ! একবার চাদমুখে হরি বল না ? o সোণা। দূর পোড়ারমুখে পাগলা । নসী। আচ্ছ, আমায় আর দুটো গাল দয়ে হরি বল । সোণা। মর মুখপোড়া, আমি হরি বলি আর নাই বলি,তোর আত মাথা ব্যথা কেন রে? নসী। তোর যে ভাই আমি পিরীতে পড়েছি । , সোণা। বা-—আমি হরি বলব না। নলী । মাথা খাও বল, উপরোধে চেকি গেলে, উপরোধে না হয় হরি বল্পে । সোণা। তুই মড়। অমন কচ্চিল কেন ? হরি বলে আমার কি হবে ? আমি আবার হরিনাম করবো ? অামায় বেশ্যা কল্পে কে –সেই হরি না আর কেউ ? আমায় মদ খাওয়ালে কে –সেই হরি না আর কেউ ? অামায় অনাধিনী কল্পে কে ?—সেই হরি না আর কেউ ? चांबांग्न मद्रषांठिनैौ काझ ८क ?-८गश् शब्रि नी আর কেউ ? কালামুখে,সেই হরির নাম করতে আমার বলিস, তোর সখ পড়ে থাকে, তুই হরিলাষ কর গে বা । নলী। আচ্ছ, আমি হরিনাম করি, জুই শোন । সোণা। না, জাৰি ভাও শুনবে না। নলী। শোন ভাই,তোর পারে গঢ়ি। সোণা। দেখ মুখপোড়, তোর নাক কাণ আমি নখ দে ছিড়ে দেব, তুই কেন বল দেখি জামায় কাদাস ? শোন পোড়ারমুখো, কেউ আমায় কখন যত্ন করেনি, তুই যদি ৰত্ন করবি, তোর মুখে আমি মুড়ে জেলে দেব। নসী। মুড়ো জেলে দিবি দে, আমি কিন্তু তোর পায়ে ধরবো ভাই । t সোণা। আচ্ছ, আমি হরি বলছি, তুই চলে যা, তুই আর আমার কাছে অসবিনি বল ? নসী। আচ্ছা, আসবে না, কিন্তু দেখিল, ঘেদিন না হরি বলবি, সেই দিনই নসে আসবে। দেখ সোণ, তোকৈ আমি বড় ভালবাসি, এ | ভব-সমুদ্রে তোকে ছেড়ে আমি যেতে পাচ্চিনি । সোণী । দেখ মড়া, আমার কান্না পাচ্চে, शौ किसु- # নসী। ত৷ কঁাদ না ভাই, কত রাধারাণী কেঁদেছে, তা জানিস ? পরীত করলেই কাদতে হয়, তোতে আমাতে পিরীত হচ্চে, একটু কাদবিনি, এই দেখ তোর জন্ত আমি কাদি । সোণ।। ছারকপালে, আমি চক্সেম । নলী । না ভাই,পঞ্জকট হরিনাম গেয়ে বাও, তা নৈলে আমি ছাড়বো নী—তুমি ঢের গান জান । ليو সোণ।। ছাড় ছাড়। so নসী। " গাও। . সোণা। আচ্ছ গাচ্ছি। গীত। যাৰ সই আনতে বারি কোর নামান । লজ্জ পেলে ডুববে জলে তা কি জান না। বলে সই কলঙ্কিনী, নই লে৷ তাতে বিষাদিনী, কৃষ্ণ-প্রেমে রাই আমোদিনী ;– আমার ধরালনে গুণমণি লাঞ্জে কি বাধে বল না। নদী । এই দেখ, তুইও কাদছিল, আমিও কাদছি । t লোগ । ৰাক্ষ গে বা মুখপোড় ।

  1. [ त्याहाम । নলী । নলে তোরে ছাড়বে না সোণী—