পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brや গিরিশ-গ্রন্থাবলী । যে, সে জমাদারীর কাজকৰ্ম্ম করিতে পারে। সে কি বলে,আমি বুঝিতে পারি ন৷ ” এবার ললিতাদেবীও স্বয়ং বিস্মিতা ! কেন না, দিবারাত্র পরিশ্রম করিয়া, তাহার স্বামী ষে কাৰ্য্য করেন, তাহ বালক সমস্ত সাংসারিক কার্য্য করিয়া কিরূপে অল্পদিনের মধ্যে শিথিল ? কিন্তু গোপীমোহন অবিশ্বাস করিতে পারেন না। তিনি দেখেন ষে, দেওয়ানজী স্বয়ং প্যারীমোহনের নিকট অবনতশির, তাহার তীক্ষ্ণদৃষ্টিকে ভয় করে ! দেওয়ানজী দু একটা প্যারীমোহনের নামে নাল্লিস করিয়াছিল যে, ছোট বাবু ছেলে মানুষ, এ সব বোঝেন না, এমনি সব আলগ। কথা জিজ্ঞাসা করেন যে, তাহার উত্তর কি দিব ? সেই সব নালিস শুনিয়া গোপীমোহন বুঝিতেন যে, প্যারীমোহন ছাকা-জালে দেওয়ানজীকে ধরিয়াছে, সেরূপ তিনি স্বয়ং পারেন না । দিন কতক এইরূপে চলে। একদিন ললিতাদেবী গোপীমোহনকে বলিলেন,– “প্যারীমোহন তালুক দেখিতে যাইতে চায়। তাহার মনের সন্দেহ, সকলই বেবন্দোবস্ত হইয়া আছে।” পোপীমোহনের আনন্দ হইল ; প্যারী কাৰ্য্যক্ষম বুঝিয়াছেন, কেন না, কলিকাতার জায়গাজমী বাড়ী-ঘর দোরের অতি সুন্দর বন্দোবস্ত করিয়াছে। কিন্তু ছেলে মানুষ এক যাবে! কাতার সহিত না বুঝিয়া দাঙ্গা-ফ্যাসাদ করিবে ! দুই একখানা তালুকও সেরূপ সুশাসিত নয়। শেষ• প্যারীমোহনকে ষে তালুকে কোন ভয়ের কারণ নাই,সে তালুকে পাঠাইলেন। প্রতি পত্রে বুঝিতে পারিলেন যে প্যারী আশ্চর্য্য দক্ষতার সহিত সমস্ত বন্দোবস্ত করিয়াছে, অশাসিত মহুল শাসিত হইয়াছে। প্যারীমোহনকে ফিরিয়া আসিতে পত্র লিখিলেন, সে পত্রের উত্তর তাহার নিকট আসিল না ; উত্তর ললিতাদেবীর নিকট আসিল । মৰ্ম্ম এই যে, দাদাকে বুঝাইয়া আর দিন কতক তাহাকে জমীদারিতে রাখিতে হুকুম एग्न । मिठांख चांवञ्चक, गन्नांब्र ७कÉी कब्र खैठिंब्रांरइ । cनई कब्र णहेब्रा चन्द्र এক জৰীদারের সহিত বিবাদ বাৰি তেছে। প্যারীমোহনের বাসনা—সে বন, নিম্পত্তি করিয়া ফেলে। কারণ, সে চর কা গত হইলে পঞ্চাশ হাজার, টাকা আয় sি হইবে । এ সকল কথা গোপীমোহনকে বলতে নিষেধ কবিয়াছে । কারণ, বিবাদে কথা শুনিলে গোপীমোহন স্বয় উপস্থিত হইবেন, তাহাতে তাহার বিশেষ কেশ হইৰে। অবগু ললিতা দেবী কথা গোপন করেন নাই, চিঠিখানি স্বামীকে পড়িতে দিয়ছিলেন। পত্র পড়িয়া পরদিন গোপীমোহন, প্যারীমোহন.ষে তালুকে আছেন, তথায় রওনা হইলেন । আয়-বৃদ্ধির নিমিত্ত যত হউক আর না হউক, প্যারীমোহনের নিমিত্ত আকুল হইলেন, না জানি,বালক কি ফ্যাসাদ বাধাইয়াছে। পত্র পৌছিতে যতদিন, প্রায় ততদিনে তিনি স্বয় পৌছিবেন, এই ভাবিয়া তিনি রওনা হইলেন। পৌঁছিয়া দেখেন, স্বপক্ষীয় ও বিপক্ষ পক্ষে শত শত লাঠিয়াল সড়কিওয়ালা চর দখল করিতে জমায়েৎ হইয়াছে। প্যারীমোহন ঘোড়সওয়ার হইয় হুকুম দিতেছে, —“মার’ ! এবং স্বয়ং ঘোড়া হাকাইয়া আগে ছুটিল, লাঠিয়ালের পশ্চাৎ ছুটিল ! ঘোরতর দাঙ্গ হইতে লাগিল। বিপক্ষপক্ষ প্যারীমোহনের আক্রমণে হটিয়া গিয়া তাহদের সীমানায় দাড়াইল। গোপী মোহন বলিলেন,“কি করিতেছিস্ ?” অমনি श्राद्रौरमांक्ष्म अश्व श्झेरठ नाभिब्री शूर्तिष९ জড় হইয় গেল। ও দিকে বিপক্ষদলের আরও লোক জমায়েৎ হইল। তাহার। আক্রমণের উদ্যোগ করিতেছে। লাঠিয়ালের গোপীমোহনের মুখ চাহিয়া বলিল,—“হুজুর, হুকুম দেন, ছাতু করিয়া দি’ । হুজুর হুকুম দিলেন না। বিপক্ষদল আক্রমণ করিতে আসিতেছে । স্বপক্ষের লাঠিয়ালের হুকুম গ পাইয়া পৃষ্ঠ দিল। বিপক্ষদল হইতে একটা সড়কী আসিয়া গোপীমোহনের মাথার वैिशिग्न] ८अंण । श्रृंfौद्रैौटबांश्म छकिट्ठब्र थ्रों★ দাদাকে অশ্বের উপর উঠাইয়া পলাইল । गफ़कि बांश्द्रि श्ल, किड़ ब्रद्धायांक्रt* গোপীমোহন অতিশয় কাহিল, প্যারীমোহন