পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষযজ্ঞ । Ψ94: (মহালীমূৰ্ত্তির অন্তৰ্দ্ধান ও সতীর প্রবেশ ) এ কি ! কোথা বামা নলিনী-বাসিনী ? সতি, সতি, কোথা ছিলে এতক্ষণ ? হায়, ফুটিয়ে না ফুটে অণখি মোর ; মায়া-ঘোর কেমনে ছেদিব ? মহামায়া সাপ্লনি করিছে ছল ! সতি, নিষেধ না করি আর, বাও পিত্রালয়ে ; O কিন্তু, ভুল না—ভুল’ না ভাঙড়েরে। তব আদর্শনে, ক্ষেপ তো আকুল হইবে । কি কহিব আর, অস্তরের সার তুমি মর্ম ; তোমা বিনে শব আমি। সতী। নাথ, কেন এত মিনতি দাসীরে ? তব আজ্ঞাকারী, রহিতে কি পারি তোমা ছাড়ি ? কেন ভাব, ভোলানাথ ! তব পদাশ্রিত। চিরদিন । মহ। আর ভুলাও না—আর ভুলিব না। সতি, তোমা বিনা পলকে প্রলয় জ্ঞান! সতি, একান্ত কি ছেড়ে যাবি ? সতী । হাসিমুখে আদেশ, মহেশ । ই ! এস প্রিয়ে, মনে রেখ ভিখারীরে । নন্দি, নন্দি । (নদীর প্রবেশ ) নদী। কি আদেশ, দেবদেব ! . " | ওরে সতী যাবে কৈলাস ছাড়িয়ে ; আন রথ সাজাইয়ে । "ী। বাবা পায়ে ধরি, যাইতে দিও না, না গেলে, মা ফিরিবে না জার। ও মা, বাস নে গো ভূতগণে ফেলে। ( ভূঙ্গীর প্রবেশ ) फूल्नौ । मनौ *it¢ã ६ब्र, ऋज शांजू छूहे, মাকে যেতে দিস নে কখনও। ভূতগণে আদরে কে অন্ন দিবে ? নন্দী। ও মা, কোথা যাবি ? গেলে তুই আর না ফিরিবি, বলেছিস যোগিনীরে, স্বকৰ্ণে শুনেছি আমি । ७ यां, হও না নিদয়া কুৎসিত তনয়গণে । ও মা, তোমা বিনে, আঁধার কৈলালে কে রবে জননি, বল ? বাবা আকুল হবে, কে তারে বুঝাবে ? কেন গো নিঠুর হ’লে ? ও মা, “মা” বলে ডাকিব কারে, বল ? ও গো, কারে ডেকে জুড়াব হৃদয়স্থল ? ও মা, ভূতদলে পুত্ৰ ব’লে কেবা মুখ চাবে ? সতী । কেন নন্দি, কেন ভূঙ্গি,ভাব অকারণ? খাদ্যদ্রব্য কত, এনে দিব পিত্রালয় হ’তে । ভৃঙ্গী। মা, ভুলাতে নারিবে ; ছেড়ে যাবে তাই কর ছলা । মা, মা,’ক’র না গে। কৈলাস অণধার। সতী । দেখ নন্দি, দেখ ভূঙ্গি, মহাযজ্ঞ হবে তাই যাই ; তোরা সব যাবি, নন্দি, তুই সঙ্গে যাবি, কি হেতু কাদিস আর ? আীন রথ। [ নন্দীর প্রস্থাম । ভূঙ্গি, বাছ, কেঁদ নাক আর । ভৃঙ্গী। বাবা বাবে ? সতী । যাবে। ভৃঙ্গী। বাবা, মা কি বাবে তবে ? মহা । ভূঙ্গি, রাখিতে নারিবি । সতি, মনে হয়