পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গি । মা, তোমায়ু কি বলবো ; কলঙ্কের ভরে কি তুমি কুলবধূ আচার ছাড়তে চাও? মা, আমি বেশী সংসার দেখি নি, কিন্তু যা দেখেছি, ধ। শুনেছি,যা পড়েছি,তা ে আমায় স্থির ধারণা হয়েছে, যে মুকাজ করবে, সে কলঙ্কে না ভয় পায় । মা, দুর্জনের কলঙ্ক নাই, সজ্জনেরই কলঙ্ক । বিন্দু। রঙি, তুই ঠিক বলেছিস, চাটুৰ্য্যে মড়াকে গোক বাড়ী ঢুকতে দেয়, ল, ক ভয়ে ভয়ে স্তবস্তুতি করে ; মনে করে, পঞ্চানন্দ কোন দিন ঘাড় ভসবে! আর ছোট কৰ্ত্তাকে কি ন বলতে, আর কি না বলে রঙ্গি। মা, তুমি আমায় মার্জন কর ; পৃথিবীতে কলঙ্ক কার, য়ে মন্দ, তার কথা কে আন্দেলন করে? যে বলে,তাকেই মোকে গান দেয়, তাকেই লোকে মন্দ বলে, মন্দবুদ্ধি সং. র সরলতা বোঝে না, ধৰ্ম্ম 1োঝে না। ম, তুমি ৩ সব জান, যখন কোন মহাপুৰুষ জন্মায়, সকলে তার শত্রু হয়, তারে তাড়না করে, দেশ থেকে তাড়ায়, নামে কলঙ্কের বোঝা চাপায়ে চোর ডাকাতের সঙ্গে দিয়ে শাস্তি দেয় । মা, কেউ কখন কলঙ্কেব ভয় করে সত্যের উপাসনা করতে পারে নি, কৰ্ত্তব্যসাধন করতে পরে নি, ভগবানের কার্য্যে অত্মসমর্পণ করতে পারে নি,ম,তুমি কলঙ্কের ভয়ে কুলবধূর আচার ত্যাগ করো না ; আমি তাকে ডেকে আনি, তুমি তার কাছে বিদায় নিয়ে তাকে প্রণাম করে যেখানে যেতে ইচ্ছা হয় ধাও । ( কালীকিঙ্কারক প্রবেশ ) কাণী । রঙ্গিণি । রঙ্গিণি ! আমি কট। বল o O রঙ্গি। ছোটবাবু, ছোটবাবু, শোন, এখানে সৰ্ব্বনাশ ! কাণী। সৰ্ব্বনাশ তো হয়েইছে, তা কি আমি জানি নি, ও আর কি শুনবে ; তুমি শোন, বল দেখি, বল দেখি ? পারে না, বলতে পালে না ; আমি দুটো। uগ । ছোটবাবু, বড় বৌঠাকরুণ কি বলছেন ? কালী। অামায় বলে কি করবেন, আমায় বলে কি হবে, সে আমুক, তাকে বলবেন, সেও আমি, আমিও আমি , কিন্তু তার কি হ’য়ে গিয়েছে, সে পাগল আমি নই, সে আর এক রকম আমি, আগেকার মত আমিসে আমি, আমার কাছে এসে বোঝায়, সে আমি আমার কথা শুনতে বলে, রঙ্গিণি ! এ আমির * কাছে এস ন, যে আমি তোমায় পড়াবে, তে মায় আদর করবে, তোমায় ভালবাসবে, তোমার ভালর চেষ্টায় থাকবে, আর এ আঁমি ভাল না, ভাল না ! অন্ন। কাকাবাবু, আমায় বিদায় দিন ; আমি আপনার চরণে বিদায় নিয়ে ইষ্টদেবতার পূজা করি গে। কালী । বিদেয়, পালাবে ! . শ তো,বেশ তো, চল চল, পালাই চল,—পালাই চল, শীঘ্ৰ চল; সে আমি না আসতে আসতে চল, সে এল বলে, ঐ আসছে, ঐ বলতে বলতে আসছে, ঐ শোন, ঐ বলছে আমার বৌমা ; আমার মা, আমার গোকুলচন্দ্র, আমি কোলে ক’রে মানুষ করেছি, আমার বুকের ধন, আমার কোলের ছেলে, ও মা, ও মা, কি হলো । রঙ্গি। ছোটবাবু, কি করছে ? কালী। বেীমা, বেীমা যাবেন, কোথায় যাবেন, ওঁর যে কেউ নেই, গোকুলকে যমকে দিয়ে নিশ্চিও হব ; রঙ্গিণি, তুমি পাগল হতে মান করো না, বড় যন্ত্রণ –বড় মন্ত্রণ | পাগল না হ’লে সামলাতে পাত্তম না ! সে আমি গেছে, কেঁদে পালিয়েছে, দুয়ে, কেঁদে পালিয়েছে, এস, এস, পালাই চল,—পালাই চল । [ প্রস্থান । বিন্দু। রঙি, রঙি, যা সঙ্গে যা,—সঙ্গে যা ! [ রঙ্গিণীর প্রস্থান । অন্ন। বোষ্টম দিদি, তুমি যাও, আমার জন্য ভেবে ন, তুমি কাকাবাবুকে বলে, আমার আপনার লোক আছে, আমি আপনার লোক দেখতে পেয়েছি, কাকাবাবু যেন নিশ্চিন্ত श्न, अभिाग्न छछ नां उiट्रान ; ८ताद्वैत्र निर्मि, তোমার আর অধিক কি বলবে, কাৰণ