পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড় বট । দে বাড়ীতে যান। কিন্তু পুরুষদেখিয়া তাদৃশ সমীহ করেন না, সকলের সহিত মুখ তুলিয়৷ কথা কন ; ইহাতে কুলোকেরাও নানা কৰ কয় । বিময়কাৰ্য্য প্যারীমোহনই করেন। এই সময়ে প্যারীমোহনের মার হঠাৎ বৃন্দাবনলাভ হইল । ললিতা দেবী দুইটা ননদকে দিয়া সমারোহে চতুর্থী করাইলেন । কিশোরীমোহন-রাধামোহনও শ্ৰাদ্ধ শান্তি করিল। প্যারীমোহম ঐ সঙ্গে দান উৎসর্গ করিল, কিন্তু, সে সমস্তই ললিতাদেবীর ব্যয়ে । ললিতাদেবী তাহাক বলিয়। দিয়াছেন, যত ব্যয় করিতে পারে যেন করে। প্যারীমোহনের কাজে লোকে শত শত আশীৰ্ব্বাদ করিয়া গেল - যে খরচের নিমিত্ত কিশোরীমোহন ও রাধামোহনের অর্থের আবশুক হইয়াছিল, গণনার ভিতর এত অর্থ নাই,যাহাতে তাহার কুলান হয়। শীঘ্রই উভয়ে সৰ্ব্বস্বাস্ত হইল। অন্ন জোটে ন! এমন কি, দুই একদিন কোন ক্রমে কাটিয়াছে ! এ সময়েও অর্থ-সাহায্য চাহিতে গেলে, ললিতাদেবী দেখাই করেন না। ইহাতে তাহার মহানিন্দ হইতে লাগিল। নিন্দুকের জিহব৷ বাহ৷ স্বষ্টি করিতে পারে, পাঁচটা ব্রহ্ম। তাহ পারেন কি না সন্দেহ ! আর কল্পনাশক্তিতে ব্ৰহ্মার চোঁদ পুরুষ হার "নন। সন্তানতুল্য প্যারীমোহনের নাম, শিতাদেবীর সহিত কুভাষায় একত্রিত इड्रेटङ "! किड cउचत्रिनौ णनिडारनदी पक्रश्न 'डिप्रश्न, नश्व्रण उत्वहे छानिएउ গিলেন। দেনার দায়ে উভয় জfতার জেল ল। ছুটলি জোচ্চীৰ দাবীও হ্রই একটা " পেটের দায়ে একে ওকে ॐकांझेरठ इहेএকদিন ললিতানেৰী স্বয়ং জেলে "া উপস্থিত। জার্তা कांकूठि-शिनष्ठि *রিয়া ক্রম্বন করতে লাগিল। ললিতাদেী ইণার সহিত ধামাইলেম $ . বলিলেন,—“চুপ * ***ाप्नब शt१ मूखि क्रि, गांश জুয়ো& করিয়াছ,তাহ श्रेरठ७ बैंiछॉरेस ; किड़ **ब चपखंबारम८ष সম্পত্তির তোমরা অধি

byసి দাও, তবে,—নচেৎ নয় ; এবং সেই দেবেত্তর সম্পত্তি যতদিন প্যারীমোহন বৰ্ত্তমান থাকিবে,সেই রক্ষণাবেক্ষণ করিবে -তার পর সে যাহাকে রক্ষণাবেক্ষণের ভার দেবে। সেই করিবে । পরে তোমাদের পুত্রসন্তানের মানুষ হইলে, তাহার। সেই ভার পাইবে । তোমরা দুই ভাই কোন সংস্রবে থাকিতে পারিবে না। আপাততঃ ৩• °N তিন শত টাকা করিয়৷ তোমাদের মাসোহার। দিব।” অগত্য জেলের ভয়ে, পেটের জালায় উভয়কে সন্মত হইতে হইল । সমস্ত সম্পত্তি দেবোত্তর হইল। ললিতদেবী তীর্থ যাইবেন সঙ্কল্প করিয়াছিলেন, সে কথা প্যারীমোহনকে বলিলেন। প্যারীমোহন বলিল,—“কি সম্বল লইয়া যাইবে ?” ল।—আমার ত কিছু নেই, ঠাকুরকে দিয়াছি, তবে কি লইয়। যাইব p প্য। তোমার চলিবে কিসে? ল। ভাই, তুমি ত শিখাষ্টয়া দিয়াছ —ঠাকুর দিবেন। প্য। —ঠাকুরের অনুমতি লইয়াছ কি ? আর এক কথা, তুমি কুল দেবতাকে কেবল তোমার সম্পত্তি দিয়াছ , কায়, মন, জীবন অর্পণ কর নাই ; তুমি কুল নারী, এক তীর্থে বাইলে কুলদেবতার ত নিন্দ হইবে না ? ললিতাদেব কিয়ৎক্ষণ নিস্তব্ধ থাকিয়া বলিলেন,-“আমি অীর তীর্থে যাইব না।” প্যা –সেই ভাল। তুমি না থাকিলে, ঠাকুরের সেবাকাৰ্য্য ভাল হইবে না। ল। বুঝেছি, ঠাকুর যে দিন কাজে জবাব দিবেন, সেই দিন যাইব, নচেৎ আমার যাবার উপায় নাই । ললিতাদেবী প্যারীমোহনের দাড়ি ধরিয়া আশীৰ্ব্বাদ করিলেন. প্যারীমোহন প্রণাম করিয়া চলিয়া গেল। একাহারেই বিধবা, কুলদেবতার সেবায় নিযুক্ত রহিলেন। একদিন রাধামোহন বলিতেছে,—“মেজদাদা, উকীল বলে, “দেবোত্তর হইতে সম্পত্তি ছাড়াইয়া লওয়া যায়।’ তুমি কি বল ?” कि । ७ कथा यूएष आनि७ न, डर्कौ