পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিশ-গ্রন্থাবলী। তিন লোক করিলে সহায়, ত্রিপুরারি অরি যদি হয়, কোন মতে রক্ষা নাহি তার ! ত্রিসন্সার এ তত্ত্ব বুঝিবে ; পূজা দিবে মঙ্গল আলয় শিবে ; স্বষ্টি হবে মঙ্গল-আলয় । যজ্ঞ হবে ছারখার, অমঙ্গল একত্রে সংহার, অহঙ্কার বিগলিত ; দক্ষযজ্ঞে মহা প্রয়োজন , হবে মহামার ছারখার ত্রিসংসার । শিবদ্বেষী প্রজাপতি, ধ্বংস বিনা উন্নতি না হয় ; চল, যজ্ঞে হই অধিষ্ঠান। ব্ৰহ্মা। মম স্থষ্টিভার, পালন তোমার হরি। বিষ্ণু। কার ভার পদ্মযোনি । তার যার—আসিতেছে সেই । শুন, রথচক্র গভীর গরজে আসিছেন মহামায়া । চল যজ্ঞস্থানে, দেখি নয়নে কি রূপ মায়ের আজি । রাঙ্গ। পদে রাঙ্গা জবা কিবা সাঁজে, ভক্ত নন্দী দেছে উপহার ; ভাণ্ডারের সার অলঙ্কার, কুবের দিয়েছে স্বহস্তে সাজায়ে মায়ে ; সফল জনম তার । দেখিকু কৈলাসে, আহা, কিবা রূপ ধ্যানাতীত। মায়ের চরণতলে যাচিন্তু অভয়, আশ্বাস দিলেন মাত ; অভয়া না অভয় দানিলে শিবহীন যজ্ঞে হবে কেমনে উদয় । নাহি ভয়, ~মায়ের রূপায় সকলই হইবে শুভ। ব্ৰহ্মা হবে ধেব জননীর মনে। আশ্বাসিত আছি আৰু দৈববাণী শুনে, তনু ত্যাগ করিবেন মাত ; প্রেমে হবে স্থষ্টির বন্ধন। বিষ্ণু অকারণ শঙ্কা কিবা তব ? ["উভয়ের প্রস্থান। ககரக দ্বিতীয় গর্ভাঙ্ক । ( অন্তঃপুর ) ( ভৃগুপত্নী অসীনা, সতীর প্রবেশ ) ভূ-পত্নী। এস, এস, দেখ গো প্রস্থতি । সতী তোর সেজে এল । মরি, মরি, কি বা রূপ হেরি, কে বলে গে। ভিখারীর নারী ! কি বা অলঙ্কার, যেখানে যা সাজে দিয়েছে জামাই তোর, রূপে করে দক্ষপুরী আলো । ( প্রস্থতির প্রবেশ ) প্রস্থতি। কে সতী, কৈ সতী মা আমার ! ও গো স্বর্ণলতা কালি হয়ে গেছে, বুঝি স্বপ্ন ফলে গে৷ আমার । ७ मा, यो श्रांबाब्र ! ও মা, স্বপ্নে তোরে দেখিয়াছি কালি, কালী হ’য়ে দাড়ালি মা এসে ; স্বপ্নে সতী ছেড়ে গেছে মোরে, ও মা মায়েরে কি ছেড়ে যাবি ? আমি দুঃখিনী জননী তোর, মা বলে কি রাখিবি গে৷ মনে ? শুনি চতুর্মুখ-মুখে, শক্তিরূপ সনাতনী তুমি। ও মা তুমি যে কুও সে হও, দশ মাস ধরেছি জঠরে তোরে, মার মনে দিস নে মা ব্যথা। সতী । ও মা, আই মা নিমন্ত্রণ ৰিলা, _