পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» ن" মহ। গরিশ-গ্রন্থাবলী । আভাষে বুঝিনু, সমারোহ মম অপমান হেতু । শুনি, তপে তুষ্ট হরি চক্র ধরি? রাখিবেন যজ্ঞ তা’র , যজ্ঞাস্তুতি বিধাতার ভার ; ত্রিসংসারে শিবে যজ্ঞভাগ নাহি দিবে। আমি হে ভিখারী, তুমি ভিখারীর নারী ; হেন যজ্ঞে কেন বা যাইবে ? অপমান হবে ; নহে, পিত্রালয়ে যেতে নাহি করি মানা। সতী। প্রভু, ত্রিসংসারে তব অপমান, যজ্ঞভাগ না দিবে তোমারে ; তবে কেন ভাব মম অপমান হেতু ? নাথ, তব মানে মানী— তোম। বিন। এ সংসারে নাহি জানি ; নহি ভিখারিণী— রাজরাণী কেবা মম সম ? পতি-প্রেম ঐশ্বৰ্য্য আমার । যাব জনক ভবন, পঞ্চানন তাহে অপমান কিব৷ o, বিন! আবাহনে কিবা বাধে ? পতি-প্রাণী সতী তুমি সৰ্ব্বস্ব আমার, অহঙ্কারে দক্ষরাজ কত কথা ক’বে, অভিমানী প্রাণে নাহি সবে তোর। করি মান, ধেও না ঘেও না ; কেন হরে কাদাইবি ? তোরই তরে জটা ধরি শিরে, ভস্ম মাখি তোর প্রেমে । নাহি যোগ, ঘাগ, নাহি তপ ধ্যান,— ধ্যান, জ্ঞান, সকলই আমার তুমি ; শূন্ত ত্রিসংসার তুমি হ’লে আদর্শন। সতী যজ্ঞ হেরি আসিব ফিরিয়ে ; সুধাব জনকে, কিবা তব অপরাধ। যদি ভিখারিণী, তবুকণ্ঠ। তার ; কেন মোরে অনাদর ? কেন তিনলোক-মাঝে অপমান করেন তোমার ? স্নেহে মম জনক ভুজিবে, যজ্ঞভাগ দিবে. নিমন্ত্রণ আসিবে কৈলাগে ; যাব,--প্রভু ন কর নিষেধ । ই। সতি, কে বা শক্তি ধরে—অপমান করে মোরে ? তুমি প্রাণ, তুমি মান অপমান, ভোলার সূৰ্ব্বস্ব তুই সতি ! ভাল হ’ল,ঘুচিল জঞ্জাল,— ন হ’বে যাইতে যজ্ঞভাগ লতে আর । ভাল হ’ল, ঘুচিল বিশ্বের ভার ; ভাল হ’ল, গেল ভবে শিবত্ব আমার। তোরে ল’য়ে নিশ্চিন্ত রহিব, যোগ যাগ সকলই ছাড়িব, তোরে লয়ে নিশ্চিন্তে করিব কেলি ; বিশ্ব-হিত-ধ্যানে না রহিতে হবে আর ; বিজন কৈলাসে-তুমি রাণী,আমি রাজ; লীলায় আনন্দে রব । সতী । তুমি সাধে কি ভিখারী ? বিশ্বকার্য্যে কেমনে রহিবে, ভাণ্ডপানে মন তব | হোকু মেনে, বিশ্বনাথ, কথা শুনিবারে ভালবাসি ? দিবানিশি রবে মম পাশে,— ভূত লয়ে কে নাচিবে ? দেখেছি, দেখেছি ; রয়েছি কৈলাসে আমি, · নুতন ত নহে আজি । যতক্ষণ রহ মোর পাশে, সদা অন্যমন, ভাৰ, কতক্ষণে যাইবে ভূতের দলে ; কুতুহলে নৃত্য হবে—হবে ভাঙপান ।