পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मनौब्रांब ! নদী। না পেরেছ নাই নাই, চল তোমায় আজি হবি দেখাব । • রাজা । কৃপাময় ক্লি বলছেন-চৰ্ম্মচক্ষে হরি দর্শন করবো ? নসী । তোমার আর চর্যচক্ষু নাট, যে হরিনাম করে, সে দেব দেচ পায় । তোমার হরিসাধন হলেনা বলে ক্ষেতি হচ্ছে, তোমার ন্যায় সাধু কে আছে ? এই ক্ষোভষ্ট ক্ষোভ, অন্য ক্ষোভ বিড়ম্বন৷ মাত্র ; এই ক্ষোভ যত পোরে, তত বাড়ে। যার হরিনামে রুচি আছে, সেই ধন্ত ! তোমার সহবাস আমি ধন্ত । দেখ, তোমার কিঞ্চিৎ বিষয়ক্ষোভ আছে, তাই, তুমি হরির দর্শন পাও নাই , তোমার মনে হয়, তুমি পুত্রের সঙ্গে চব্যবস্তাব করেছ—কিন্তু না,সে ক্ষোভ পরিত্যাগ কর ; সকলই হরিণ ইচ্ছ, তুমি নিমিত্ত মাত্র । এস, আমার সঙ্গে এস, তোমার পুত্রের দর্শন পাৰে। তোমার পুত্ৰ এখন পরম সাধু, তার কৃপায় এ পৰ্ব্বতবাসীরা ঘরে ঘরে হরিনাম কচ্চে, এস, দেখবে এস । রাজা। প্রভু, হরির দর্শন পাব, আজ্ঞা করলেন যে— নসী। আমার আজ নয়, হরির রুপার তুমি র্তার দর্শন পাবে । [ উভয়ের প্রস্থান । দ্বিতীয় গর্ভাঙ্ক। سے مجھ - مسسے @ অরণ্য । (অনার্থনাথ ।) অনাথ। আর ন—কথা কব না, চুপ করে দেখি ,শ্যামের বামে রাইকিশোরী—মরি মরি রে, বৃনে শ্যামের নিন্দে করিসনি, ওই দেখ ভয়ে ভয়ে কুঞ্জের দ্বারে দাড়িয়ে আছে, চাদমুখ শুকিয়ে গেছে—গুলো ওলে, রথের চাকা ধর, চাকা ধর, ক্রুর অক্ষর লো—আহ্বা, গোঠে कांबाहे माहे, चैनंॉम कॅन कि cश उोहे ? দে মা নন্দরাণী সাজিয়ে দে—দে মা চুড়া বেঁধে ऊँयि शत्र-० .eS দে—দে মা বড় পরিয়ে দে-দে গো নবনী দে, বেণু না গুনে ধেনু যে গোঠে যাবে না । আহা ধর ধর ধর প্যারী ধূলায় পড়ে—কৃষ্ণ বলে তমাল ধরে ওরে কে রে—যা রে যমুনা পারে,এনে দে এনে দে কালাচাদে এনে দে ! ছিছি ছি মান সাজে না তোর ; দেখ লোটে পায়-নুপুরে চুড়া মিশায়— শুীমকায় নয়নজলে ভেসে যায় ! ছি ছি রাই, ভাবি তাই বার মানে তুমি মানী, তার এত অপমান করিস ওলো গরবিণি ! ওই দেখ শুাম ফিরে গেল—এখন কঁদিলে কি হবে বল ? আগে করে মান করলি তুই অপমান—এখন প্রাপ দিলে তো কালচ" আর ফিরবে না— -歌 (নসীরাম ও রাজার প্রবেশ ) নলী। ওরে, খুব মজা দেখছিল, ওরে ও পাগলা— த অনাথ। প্রভু, প্ৰভু ! ( চরণধারণ ) নগী। আরে, কি কসি, কি করিস—তোর প্রেম একটু আমায় দে। অনাথ । দয়াময়, দাসকে মনে পড়েছে ? নসী। তুই যে হরির দাস—আমি তোর দাসামুদাস। দেখ, যারে তুই বাবা বগতিস, সেও এখন হরির দাস। দেখ দেখ হরিপ্রেমে মিনষে কঁদিছে ; দেখ বুড়োমিনষে –ওকে আবার রাজা বল তো ! , অনার্থ। পিতা আশীৰ্ব্বাদ, করুন, অামার হরিভক্তি লাভ হোক। রাজা। বাবা তুমি কি আমার অপরাধ মার্জন করবে ? ' ' অনাথ , আমি আপনার দাস, আপনার কৃপায় শুরুর কৃপা লাভ করেছি, হরি নাম পেয়েছি, আমার সার্ধক জন্ম,আমি হরিনাম মুখে এনেছি ! নসী। কেমন, তোরে বলেছিলেম যে, রাজকুমার আর থাকবিনি ; এই দেখ না,সেই বাপ— যেন ষে বাপ নয়,যেন কে আরও আপনার লোক ; তুই সেই ছেলে—যেন সে ছেলে নয়, আর কেউ আপনার হতেও আপনার ; দেখ দেখ, হরিপ্রেমের মহিমা দেখ ! এত দিন ইঞ্জিয়ের সম্বন্ধ ছিল, সে সম্বন্ধ কত দিন থাকে—এ প্রেমের