পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেধে আপন কাজ, কেবল আমারে মজালে । রা: প্রাণ তোমার প্রমদ হলে, সে করিবে ক্ৰোধ । দ্বেসদ্বেষি দ্বন্দু কোরে কি, দেশান্তরী করিবে ॥ " আগে মন ভেঙ্গে শেষ যতন, আর কি এ প্রেম গড়ে । সেপে'ন' এখনো প্রাণে, কেবল রাগ বাড়ে । মিছে জ্বালাও কেন, তোমার গুণে, O পিধিয়াছে হাড়ে হাড়ে । প্রাণ দেখো, একো বৃক্ষ কেউ করিয়ে রোপণ ; ফলে পায়, কোরে তায়, কত যতন । তুমি খল-স্বভালী, প্রেম তরুরো, মূল ফেলেছ আগে ছিঁড়ে ॥ | | | | | | এই অবলার মান থাকে কিসে, | প্রাণ তাতো বুঝন । | তুমি জাননা সোহাগ, কথায় কথায় কর রাগ, পিরীত ভাঙ্গতে শিখেছিলে, গড়তে জাননা। কামিনী কলহ, নিৰ্ব্বাহ, পুরুষ যদি রসিক হয় । ধর্য্য গুণে, পূজ্য কোরে আনে, যে জনে প্রণয় | তুমি আপনি প্রাণ হোলে অধৈর্য্য । বোলে কৰ্ব্বো কি আর, কপাল আমার, তুনি যে হয়েছ আমার অত্যজ্য । তোমায় হৃদয় মাঝে রাখি, তবু মুখী নই, দিলে স্বরে আগুন, শুনে পরের মন্ত্রণ। পরের মন্ত্রণায়, বাদ কোরে প্রেমের সাধ কেন ঘূচালে। ছিল নয়নের দেখ, তাতে ক্ষতি কি সপ্ত, কেন সে প্রবৃত্তি-পথে কণ্টকে দিলে । পিরীত ভাঙ্গলে কি বধু এমনি হয়। এখন ডাকুলে সখ, না দেও দেখা, এ পথে হেয়েছে যেন বাবের ভয় । তোমায় এ পক্ষে ভুলায়ে, সে পথে নেগেল যে, এমন বশীকরণ বিদ্যা সে কোথা পেলে। বস্তু । ১৬৫ এ সুখে প্রবৃত্তি, নিবৃত্তি, বল কিসে হলো প্রাণ। মরি খেদে, মনের ঐ বিষাদে, কেঁদে উঠে প্রাণ। যখন নবভাব ছিলো সে এক মন । এখন সে মমতা, সকল কথা, হোলে যেন শরদে মেঘের গর্জন । কোন কুলটা রমণীর, কথায় ভুলে প্রাণ তারো মায়া-মেঘের আড়ে কায়া লুকালে ৷ নাথে, কোন গুণে মন চায় তবু তোমাকে । ঝোরে প্রাণ, আমার নয়ান, এক তিলে৷ ন দেখে ॥ তুমি নারীর বেদন জান ন লম্পট আপনি । প্রীতি-ডেরে বন্দী কোরে, বধ কর রমণী । হানো দারুণে বিচ্ছেদে শেলো যুবতীরে বুকে ॥ ওরে প্রাণ, আমি অবল, বুঝিতে ন পারি। কথায় কথায়, তুমি আমায় কর চতুরী। আমি সরল ভাবে তোমায় প্রাণ রাখবো কেমন কোরে । তুমি যে দেবে দুখ আমায়, জানলে ; ক প্রকরে। পোড়া পিরীতি করিয়ে, আমার জন্ম গেল দুঃখে । কও দেখি হে নূতন নগর, একি নতন ভাব রাখ। হেয়ে কামিনী, জেগে পোহাই ধামিনী, ছ'মাসে ন’মাসে তোমার পাইনকে দেখ । এমন নতন ভাব, কে তোমায় শিখালে সখ। কেবল পর মক্ততে জনে । থাকে| আপন সুখে, পরের সুখে ভূখী হওনা কখনে ॥ তোমার তাদৃশী পিরীতি দেখি ওরে প্রাণ, যেমন খলের পরীত বলে জলের রেখা ॥ নতন প্রেমে আমায় মজালে, কোরে পতন আর্কিঞ্চন ।