পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3o 8 (পের মুরগীবগি, .য়নেকড় বাগদি জাতি) গৃধিনী পোদ হাড়চাচা ধাই, পানকোট জেলেমাল, ফেঙে আর তল চড়াই, চামচিকে লাখে লাখে ঝাকে বা কে দেখতে পাই, কলুর ঘানির মত কল কল রব করিছে সবাই, বুনো বাদুড় মেথর, এক তিল অবসর নাই, টুনটুনি মহাজ্ঞানী, সকল পক্ষীদের গোসাই, মস্থ্য, অ দি, তুলার গদি, ডুমুর বৃক্ষে বসতি ॥ ( মস্তবাবু বাস্তম্বুয়ু চণ্ডাল কাল আকুতি ) বিশ্বজয়ী পক্ষী খ,বুই বিশ্বকৰ্ম্ম হইতে শ্রেষ্ঠ, ফ্রেঞ্চ চীন লোকমান হাকিম হ’তে ইনি উংকৃষ্ট, চরাচর শিল্পকর, সকলে এর কনিষ্ঠ, ইনি শিল্পবিদ্যাতে জয়ী জগতে, সকলের হ’.৩ জ্যেষ্ঠ, বিশেষে দেশ বিদেশে, বাবুই নাম আছে রাষ্ট্র, ইঞ্জিনিয়রের বাদদা, খাসা বাসা দেবলোকে বলে স্পষ্ট ; ২৯র বাবুই পুথিবী জয়ী, পক্ষীর প্রজাপতি। (নববী চাল, হামেহান তালবৃক্ষে বসতি ॥ ) জয়জয়ন্তী—ঝীপতাল । ওরে সামাল সামাল, বাস্ত্যুর পাল, বেরোল সাজিয়ে যেন পঙ্গপাল । এরা কুহক মন্ত্র জানে, বশীকরণ গুণে, . লোকে টেনে এনে করে রে নাকাল ॥ খোসামোদি তোষ, মাদি আজ্ঞাকারী, মধুর চাটুবাক্য বদনেতে পুরি, বাবুতোষা পেস, খাসা দোকানদারি, ধোনে ভাড়া সিক চোঙা, ফক্কড় গিরি, খেতে শুতে বসতে কুড়োয় কত গাল ; ঘুঘু বাবুর নাম জগৎ রাষ্ট্র, বাপত্ত পিতাস্তে না হয় এদের কষ্ট, কথায় কথায় লোকের করেন অনিষ্ট, দেহটী বলিষ্ঠ বড়ই পাপিষ্ঠ, গলা কাটে লেট কেটে, করে জাল ॥ এই ঘুঘু বাবু কৃপা করেন র্যারে, শনি গ্রহে তা ের কি করিতে পারে, বজালীর গান । গ্রহশান্তি যাগে শনি হতে তরে, ঘুঘু বাবু সাক্ষাৎ মহাকাল ; পুজা লন ঘুঘু ষোড়শ উপচারে, ধূনার গন্ধে যেন মনপা নৃত্য করে, এদের কুমন্ত্রণায় ভিটেয় ঘুঘু চরে, ধন হরে, মান হরে করে নাজেহাল ॥ গৃহস্বামী যার আছেন বৰ্ত্তমান, দূরে থেকে,দেখে দেখে হোটে যান, সুচারু গাছ গোরু, বালক যদি পান, ছলে বলে ঠুকে বসেন তাল ; প্রথম নাটক, ১.খর ভাল বাসা, চরস তালের রস আ খদ্যার নেসা, মুরার সলিলে ঢেলে সকল পয়সা, খাসা বাস কারাগারে হরে কাল ॥ ভূতে পেলে ছেলে রোজাতে ছাড়ায়, মন্ত্র ঔষধিতে ঘুঘু না ডরায়, যারে পায় তারে শেষ ক’রে যায়, ঐশ্বৰ্য্য রাজ্য বেচায় ২ট থাল ; কবি কহে যার স্বন্ধে চাপে ঘুঘু দুঃখসিন্ধু মাঝে খায় হামুডুবু, ঘুঘুর মায়ায় কভু যেওনা বাবু, শেষে হাপু গুনবে বাপু, তোরে পড়ে ছিড়ে যাবে ধৈর্ঘ্য হ’ল । लिं कृiस्-िष९ ।। ধন্ত ধন্ত কলিকতা সহর । স্বর্গের জ্যেষ্ঠ সহোদর ॥ পশ্চিমে জাহ্নবীদেবী দক্ষিণে গঙ্গাসাগর। ( পুবে বাদাচিংড়ি হাট পদ্মা নদী তদুত্তর ) হেষ্ট্ৰীংস3ীজ বাগবাজার এই আয়তন তার, সরকিউলার রোড পোরামিটধার, চতুসীমাসার, অতুল্য মৰ্ত্ত্য ভুবনে, বৈকুণ্ঠ যায় হার মেনে, হেরে টেলিগ্রাপ, বলে বাপ, লাজে লুকায় পুরন্দর। ས། (তরেতে তার, বর্ণ বিস্তার, ধন্য শিল্পী কারিকর) তার হেরে তার গগৈলো দিশে, তারে তারে খবর এসে, ছয় মাসের পথ এক দিবসে মেলে তত্ত্ব অনায়সে