পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉S、 পরজ—অ্যাড়া । হে ভগবতি ভূতপতিভাবনী। ভয়ঙ্করী ভীমে ভীম ভয়ভঞ্জিনী ॥ প্রকৃতি পরা পরমানন্দপ্রদায়িনী, প্রপন্নজনপালিনী পতিতপাবনী | বাসবাদি বিবুধ-বরদা বিশ্ববন্দিনী, বিশালাক্ষী বিমলা বিমলবদনী তারিণী, মহিষমৰ্দ্দিনী মনোমথমোহিনী, মায়ামোহিতাকিঞ্চন মোহমথনী ॥ கய_து যোগিয়া—একতালা । এমা অভয়ে সংসারকুহকৈ হয়ে মগ্ন । হারাইয়ে জ্ঞানরত্ব, করি স্ববন্ধনে যত্ব, বিষয়াভিলাষ-মুখ, নিয়ত মিলিত দুঃখ, তবু ভ্রান্ত মনের বাসনা না হয় ভগ্ন । স্বভাব করুণা গুণে, প্রসন্ন হইয়ে দীনে, কুরু অকিঞ্চন মন শ্ৰীচরণে লগ্ন ॥ বৈহাগ—একতালা । বাঙ্গালীর গান । ভৈরবী—একতালা। fরপুবশে কুরসভিলাষে গো, মুগ্ধ হয়েছে মন আমার। হিতাহিত কিঞ্চিত না হয় বিচার ॥ মত্ত করিবর যেন, কুপথে ভ্রময়ে মন, বিবেক অঙ্কুশ বিনে গতি নাহিক ইহার। দুৰ্ম্মতি দুৰ্গতি হরা, তুমি ব্রহ্মময়ী তারা, তব কুপাকটাক্ষকিরণে নাশে অজ্ঞান-আঁধার কর যদি অকিঞ্চনে, করুণা করুণাগুণে, ঘোষে ত্রিভুবনে মা, অসীম মহিমা তোমার বেহাগ-কাওয়ালী । শঙ্করী সুরেশী ভয়ঙ্করী, সৰ্ব্বাণী সৰ্ব্বেশ্বরী সুর-শরণী । শিশু শশধর শিরমুশোভিনী, শরণাগত জনে সকল সম্পদদায়িনী ॥ সিংহবাহিনী শুলশক্তিধারিণী, শত সৌদামিনী জিনি মুন্দরবরণী, সারদা শুভদ সদানন্দস্বরূপিণী । সকুৎ অকিঞ্চনে, সদয় হও স্বীয় গুণে, কি রূপ অনুপমা মা মহেশ-মনোমোহিনী । কলঙ্করহিত পরিণত, শতবিধু নিন্দিত বদনী ॥ যেরূপ কিরণে হয় হীরকাদি রত্নভূষণে ভূষণী, শিবে শমমদমনকারিণী ॥ মঙ্গীর চরণে বাজে রুণু ঝুণু মণিমুকুতা গথিনী, έπα. Εωμώηπου দশকরা বিবিধাস্ত্রধর, সদলে দনুজ বিনাশকরা মালতী—তেতালা । তার গো তারা দীনে ভজনবিহীনে। কাতরে ডাকিছে এমা হেরমা অম্বুজনয়নে ॥ যোগিনী জগতমোহিনী জগৰম্বে, যমভয়নাশিনী কৃপা অবলম্বে, পদভরে কাপে ধরা, দেবদেবী দেয় জয়ধ্বনি । আদ্যাশক্তি তুমি ভগবতি, কি জানি মা তব স্তুতি অকৃতি কুমতি অকিঞ্চন প্রতি প্রসাদ বিশ্বজননী ॥ Φάααα 聪。 পরজ—একতালা । মা সৰ্ব্বেশ্বরী সুরপালিনী ভবানী অজ্ঞান তিমিরান্ধ হইয়ে ভ্ৰমি অবনী। পরমপদদায়িনী অনুগত জমে। জ্ঞানাঞ্জন দানে হৃদি প্রকাশ মে তারিণী ॥ জঠর্যন্ত্রণা রবিহুত-দূততাড়ন, প্রকৃতির ক্রিমণ, গুণকৰ্ম্ম সাধারণ বারেবারে মাম্প্রতি করেন। এ ঘটনা, বদ্ধহেতু জীব নিজে কুতী অভিমানী ॥ প্রসন্না হইয়ে কর বারণ করুণা-বিতরণে ॥ হিতাহিত কৰ্ম্মে কেন, হয় মা মম বন্ধম, তারিণী গতিহীনজমত্রাণকারিণী অসীম, বুদ্ধাশ্ৰয় মনের নিয়ন্ত্রী এ তুমি জানি। মহিমা তব নিগমাগমে শুনি মা মা, প্রসন্না হইয়ে অকিঞ্চনে, করুণাবলম্বনে, | বিশ্বেশ্বরী ভবসুন্দরী কাম, মহর্ণিব তার এম তত্ত্বপ্রদায়িনী । দুস্তর ভবে:এবার মিস্তার অকিঞ্চনে ॥ கின்யை 1. க ச க த o