পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৮১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রজমোঙ্গিরীয় । f করি উপাসন, স্বগুণে বাসন পুরাও শৰাসন, করুণা করি ;–আমি মানস মন্দিরে, তারা গো পুজিয়ে তোমারে, জনম সফল করি জননি। ভক্তিপুপ করি শ্রদ্ধা সচন্দন, তাঞ্জলি করি চরণে অৰ্পণ, নেত্র মুদে মনের সাধে কালীরূপ করি দরশন, কামাদি চুয়ু বলি, দিব গে করালি, বিবেক-অসি করে ধারণ করি ; আমি জ্ঞানাগ্নি জ্বলিব, (২ারা গো) হিংসাস্থতি দিব, তবে ব্রজে শিব ঘটে শিবানি ॥ টোড়ী—কাওয়ালী। হর দুখ হরমনোমোহিনি । কলু্যবারিণি, তব মৃত রৰিমৃতভয়ে ভীত ভবরাণি ॥ কি হবে উপায় নিরুপায় মা, পদ বিতর কাতর জনে আপনি । হলে অবসান দিব, নয়ন মুদিলে কিব, যদিও অভয় দিবে ভবানি ॥ ডাকি বারেবার, মম প্রতি কেন প্রতিকূল আর, হও মা পাষাণসুতা পাষাণি — তুমি ঈশানি ঈশ-হৃদয় বাসিনি। আসি আশু তোষ আশুতোষকুমণি। কি আছে মা মম বল, কার কাছে বলি বল, কেবল সম্বল তুমি শিবানি। যদি তার নিজগুণে, ব্ৰজমোহন নিওঁণে, দিয়ে মা বাঞ্জিত পদ দুখানি;— এ ভববারি তরিবারে তরণী, হও বরেক কর্ণধার আপনি। টোঙ্গী ভৈরবী—কাওয়ালী। দীনচুরিডবারিণি ওরিণি, তার। এত কি অলস লইতে পাতকী-ভার ॥ cवप्न सनेि cष जन अण भी उब्र, जानन,कि खि षक उद्वपून जब इब्रांगण, ૧૧૧ মতোর নামের গুণে বিপদে ঘটে সম্পদ, থাকে না তার কালাকাল,কালের ভয় অধিকার ॥ ভজন যে নাহি জানে মহিমা তারে তারিলে, তবে কেন এ গৌরব অকৃত সন্তানে দিলে, এ দীন ব্ৰজমোহনে লয় কৈিল লয়কালে, অবে কেন পতিতপাবনী নাম ধরায় ধর। মুলতান—কাখয়ালী। দীনের আর, দাই মা সঙ্গতি। কেবল ভরসা ঐতুর্গ-নাম-তরুণী, ভবাম্বুধি তরিতে সম্প্রতি ॥ জঠর্যন্ত্রণা পেয়ে, করে ছিলাম অঙ্গীকার, এবার জন্মিয়ে মা গো চরণ করিৰ সার; · সদা কুরস বশ অলস, আমার হল না যে পদে মতি ॥ ত্যজি আপনার শপথ, আমি হারালেম মুপথ, অন্ধবং ভ্ৰমিতেছি গতি কি হবে, Ö কর জ্ঞানাক্ষি প্রদান আমাঃ হে শিবে,— কাল গত কালাগত সভায় কম্পে জীংন, গেল বেল। এই বেলা করি পথ অন্বেষণ, ( অতি) অভাজন এ ব্রজমোহন, তার হল না সে পথে গতি ॥ অ'লাইয়—কাওয়ালী। তব রথচক্র ধরি আমরা সকলে । কি চক্রে চালাবে রথ ওহে চক্রধর, গোপী জীবন ত্যজিবে পড়ি চক্রতলে । কি সাধ্য সারথি করে অশ্ব-রজু সঞ্চালন, মনোরথ ভঙ্গ করি, কেন রথে আরোহণ, সেদিন মধুভুবনে যেও হে মধুসূদন, গোপীদের প্রেম-ব্ৰত উদ্‌যাপন হ'লে । আয়োজন করি আমরা সবে রতী হয়েছি, - ফল প্রাপ্ত হব আশা-পথ চেয়ে রয়েছি; যদি সে আশার তরু সমুলে উচ্ছেদ হয়, এ ছার জীবনে আর আছে কিবা ফলোদয়, . অভয় পদ কমলে স্থান দিও হে দয়াময়, ५ क्णि अणमाश्नत्व बोक्न भड करण॥