পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、● আর ভুলালে ভুলব না গে। আমি অভয়-পদ সার করেছি, ভয়ে হেল'ব লব না গো | .বিষয়ে আসক্ত হয়ে বিষের কপে উললে না গে| | সুখ দুঃখ ভেবে সমান, মনের আগুন তুলব না গে ॥ ধন-লোভে মত্ত হয়ে, দ্বারে দ্বারে বুলব না গে। আশা-রাযু গ্রস্ত হয়ে, মনের কথা খল্ব না গো | মায়াপশে বদ্ধ হয়ে, প্রেমের গাছে ঝুলব না গে। রামপ্রসাদ বলে দুধ খেয়েছি, বোলে মিশে ঘুলব না গো । , আছি ষ্টেই তরুতলে বসে । মনের আনন্দে আর হরমে | আগে ভাঙ্গাল গাছের পত, ভটি ফল ধরিব শেষে । রাগ দ্বেষ লোভ আদি, পাঠাব সব বনবাসে । রব রসাভাষে হ প্রত্যাশে, দলিতাৰ্থ সেই রসে । •ফলে ফলে সুফল লয়ে, যাইব আপন নিলসে । অামার বিদ্যলকে ফল দিয়ে ফলাফল ভাস{ও নৈর শে ॥ মন কর কি, লওরে সুধ, দুজনতে মিলে মিশে । খাবে একই নিশ্বাসে যেন স্থৰ্য্য তেজে সকল শেষে ॥ রামপ্রসাদ বলে, আমার কোঠি, শুদ্ধ তাররেশে মাগী জনে না যে মন-কপাটে, খিল দিয়েছি বড় কসে ॥ ম। গে। আমার কপাল দূণ । দৃষী বটে গে আনন্দময়ী । আমি ঐহিক মুখে মন্ত হয়ে, যেতে নারিলাম বারনশী। নৈলে অন্নপূর্ণ ম থাকিতে, মোর ভাগ্যেতে একাদশী ॥ অন্ন-ত্ৰাসে প্রণে মরি, নানাবিধ কুলি করি, আমার কৃষি সকল নিল জলে, কেবল মাত্র লাঙ্গল চমি | না করিলাম ধৰ্ম্ম কৰ্ম্ম, পাপ করেছি রাশি রাশি। বাঙ্গালার গান । আমি যাবার পথে কাটা দিয়ে, পথ ভুলে রয়েছি বসি ॥ জনমি ভারতভূমে, , ! কি কৰ্ম্ম করিলাম আসি আমার একুল ওকুল দুকুল গেল, অকুল পাথরে ভাসি ॥ শ্রীরামপ্রসাদে বলে, ভাবতে নারি দিব| নিশি । ওমা, যখন শমন জোর ঝরিবে, দুর্গা নামে দিব ফ্রঁসি ॥ গিলু বহাব --জৎ । কালীনাম জপ কর, যাবে কালীর কাছে । কালী-ভক্ত, জীবন্মুক্ত, যে ভাবে যে আছে ৷ শ্ৰীনাথ করুণাসিন্ধ, অকিঞ্চন দীনবন্ধু, দেখালেন কালী-পাদপদ্ম-কল্প-গাছে । গৃহে মুক্তি মূৰ্ত্তিমতী, রসনাগ্রে সরস্বউী, শিব শিব, রাত্ৰি দিবা, রক্ষা হেতু আছে। যোগী ইচ্ছা করে যোগ, গৃহের বাসনা ভোগ, মার ইচ্ছা যোগ ভোগ, ভক্ত জনে আছে। আনন্দে প্রসাদ কয়, কালী কিঙ্করের জয় ; অণিমাদি আজ্ঞাকরী, পড়ে থাক পাছে ॥ টুবি জায়েনপুরী-একতাল।। সময় তো থকৃবে না গোম!, কেবল কথা রবে । কথা রবে, কথা রলে, ম| গো সগতে কলঙ্গ রবে ॥ ভাল কিবা মন্দ কালী, অবশ্য এক দড় হবে। সাগরে যার বিছান| মা ! শিশিরে তার কি করিরে দুঃখে দুঃখে জর জর, আর কত মা দুঃখ দিবে। কেবল ঐ দুর্গানামে শ্রামানামে কলঙ্ক রটিবে ॥ টুরি জযেনপুরী - একতালা । আমায় টুয়োনা রেশমন আমার জাত গিয়েছে। যেদিন কুপাময়ী অমিয় কুপ করেছে ॥ শোনরে শমন বলি, আমার জাত কিসে গিয়াছে, ( ও শমন রে! ) আমি ছিলেম গৃহবাসী, কেলে সৰ্ব্বনাশী আমায় সন্ন্যাসী করেছে । মন রসনা এই দু’জন, কালীর নামে দল বেঁধেছে (ওরে শমন রে )। ইহা করে শ্রবণ, রিপু ছয় জনডিঙ্গা ছাড়িয়ছে