পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মানন্দ মহাভারতী। হ্যায়ের নাখ বৈকুণ্ঠ-বিহারী, তোমার খেলা আমি বুঝিতে না পারি, তোমারি শত অষ্ট নাম, ওহে গুণধাম, অযোধ্যায় রাম, ব্রজের কলিশলী । কাঙ্গাল ভাবে তুমি বেড়াও ঘরে ঘরে, কাঙ্গাল ভিন্ন কে চেনেহে তোমারে, ভবে কাঙ্গাল যে হবে, সেই তোমায় পাবে, তবে আমার কি হবে, তাই তোমায় জিজ্ঞাসি ॥ যাত্রার যুড়ীর সুর—ঠেকা। আমি নিজগুণে তরিতে পারি, হেন আশা নাহি আর । }তোমার করুণ ভরসা, ওহে দয়াল অপার। o g জগতের শক্তি যত, দেখিয়ছি রীতিমত, তারিতে অধম পতিত, সাধ্য আছে বল কার । কোথা ওহে প্রাণ সখা, হৃদি মাঝে দাওহে দেখা, করিতে সরল, হৃদয় বঁকা সাধ্য আর আছে কার ॥ মায়াময়ী এই ধরিত্রী, মোরা সব ক্ষণিক যাত্রী, যে জপে তোমায় দিবারাত্রি, অনন্তে তার অধিকার ॥ বসে আছি সিন্ধুতীরে, তব নাম হদে ধরে, ইচ্ছা হবে যবে হাতে ধোরে, করে। ভবসিন্ধু পার। বিরচি প্রেমের অঞ্জলি, প্রাণ দিব ঐ প্রাণে ঢালি পিতা প্রভু সখা বলি, পুলকে পূরিবে দেহ আমার। কহে কাঙ্গাল ধম্মানন্দ, পাপেতে মানুষ অন্ধ, ছেড়ে সৰে সকল মন্দ, সৰ্ব্বানন্দে কর সার ॥ বাগেী—আড়। জাগরে ভারতবাসী দেখরে চাহিয়ে । পাপের স্রোতেতে দেশ যেতেছে ভাসিয়ে ॥ নাহিরে সে জ্ঞানবল, নাহিরে সে ধৰ্ম্মবল, অধৰ্ম্মের কোলাহল, আছেরে বেরিয়ে।

  • ७३ नैौङ भाश्विाब नमग्न बाडाक इरे छब्रटनब्र শেষে ওহে দয়াল অপায়” গাহিয়৷ প্ৰথম চরণটা জাৰ্বত্তি করিতে হয়।

ᏄᎼᎼ কিসের কর অহঙ্কার, মাতৃভূমি ছারখার, মাস্তিকতার অন্ধকার, এসেছে ব্যাপিয়ে । হরিপদে হোকৃ মতি, পুণ্যকৰ্ম্মে হও ব্রতী, মুখ শান্তি প্রেম প্রীতি, আসিবে নাচিয়ে ॥ ভগবানে ভক্তি হলে, দুখের দিন যায় গো চলে, তাই সবে হরি বোলে, উঠরে মাতিয়ে ॥ বাউলর সুর। এই ভবের মুখে ছাই। হেথায় শত্ৰু ভিন্ন মিত্র নাই । (হেথায়) পরমার্থ ব্ৰহ্মতত্ত্ব ভুলে, কেবল নিজস্বর্থ (কিবা দিন কিবা রাত্র ) (ওগো) মানুষে খুঁজছে তাই। (ওগো) মুখে লোকে বলে “ভাই’’, মনে প্রেমবিন্দু নাই, এরা ধৰ্ম্ম কৰ্ম্মে দিল ছাই, (হায়ুরে) এ ভবের বলিহারী যাই ॥ • হরিনাম ত্যজ্য কোরে, মর কেন ভাই ঘুরে ঘুরে বলরে বল হরেরাম,হরে হরে, (ওরে) ঐ নামেতে মুক্তি পাই । . ৰাউলের মুর-খেমৃটা । ডাক দেখি মন হরি বোলে। পেয়েছ মানব জনম, ও ক্ষেপা মন, বলবি কি নাম সময় গেলে । ভাই বন্ধু দারামৃত, কেহ নয় বশীভুত, আসিয়ে রবিমুত ধৰ্ব্বে যখন চুলে। তারা তখন থাকৃবে কোথা, কেবা মা তোর কেবা পিত, শুনরে মন । আমার কথা, বদ্ধ হোসনে মায়াজালে। ব্যাধিতে কৰ্ব্বে জ্বর, ছাড়লে প্রাণ বলবে “মড়া পরিবার দেবে “ছড়া,” ভেসে নয়ন জলে । যত দেখ আত্ম বন্ধু ভাই, এরা মিলে মিশে তোমায় সবাই, এ দেহ করবে ছাই, পোড়ায়ে তোমার অনলে। এ দেই-খাচার গুমার এত করেন। এসব গুমার তোমার থাকৃবেন । দেহ পিজর ছেড়ে, ধাবে প্রাণপাধি উড়ে । o:t