পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রূপচাদ পক্ষী । 8o 5 সাহান,—একতালা । হরির সহস্র গুণ, শ্ৰীহরি নামের গুণ, ঝুলিছে ঝুলনে। (একাসনে) তুলে তুলে নামের গুণ পেলে তুলনা ৷ অনুপম, রাধা শুম, নিকুঞ্জ কাননে ॥ সত্যভামা ব্রত ছলে, শ্ৰীকৃষ্ণেরে তুলে তুলে, শ্রাবণ ঘন ঘন, গরজিছে নব ঘন, মণি রত্ব আদি দিলে, ভুল টলে না। তৃষিত চাতকীগণ, তৃপ্ত বারি পানে ॥ তুলসী পত্রে লিখি হরি, দিলেন ধরি তুলোপরি, ফুল্ল ফুল নানাজাতি, নাগেশ্বর জাতি সুৰ্থী হরি হতে নাম ভারি, সেই হ’তে জানা ॥ টগর চম্পক সেঁওতী, পুপিত উদ্যনে লইলে খ্ৰীহরির নাম, পুর্ণ হয় মনস্কাম, নব নব গোপবালা, গাঁথি নব ফুলমালা, প্রাপ্ত হয় কৈবল্য ধাম, বেদে বর্ণনা। সাজায়ে নব হিন্দোলা দোলায় যতনে । কর শ্রীহরি কীৰ্ত্তন, শুন হরি গুণ গান, রাধা-অঙ্গে দিয়ে অঙ্গ, ঝুলিছে বাক ত্রিভঙ্গ, হরি ভিন্ন অন্য কোন রসে ম'জন ॥ শীতল হয় তাপিত অঙ্গ, হেরিলে নয়নে। বাসনায় রসন যন্ত্রে, সাধনা শ্ৰীহরি মন্ত্রে, দীন খগের অভিলাষ, রাই সহ পীতবাস, সুস্বরে সুকণ্ঠ তন্ত্রে দিয়ে মুর্ছনা। করেন হিন্দোল প্রকাশ, হৃদি-বৃন্দাবনে ॥ ছয় রাগে অনুরাগে ছত্রিশ রাগিণী যোগে, _ ভাল লয়ে দ্রুতবেগে —হরি সাধনা ৷ সিন্ধুরা-ধামার। হবুের্নামৈব এই কথাকলে নাস্তোব গতিরস্তথা, হেরি খেলিছে শ্ৰীহরি, সহ রাধা প্যারী, তপস্বী ঋষির গাথা গীত-বৰ্ণনা। কুঙ্কুম-ধূম, শ্রাম অঙ্গ ভরি। ঙিন বার হরে হরে, বলিলে কলুষ হরে, পুষ্পমাল, হিন্দেলা সাজায়ে ব্রজনারী, হরি বল্লে উচ্চৈঃস্বরে হরে বেদন ॥ রাই শুম, অনুপম,দোলে তদুপরি ॥ হরির নাম অগতির গতি, নামে কর রতি মতি, নব নব সখীগণ, আনি চুয়া চন্দন, নাম কর নিতি নিতি, দিব রাতি ছেড়না। গোলাব সহিত আবিরী ; কহে দীন খগপতি, ভবধব পশুপতি, ঐ ঐ রসময়ী, শুমের বামেতে ঐ, কেবল হরি নামে মতি,—রতি টলে না। যুগলরূপ রস-কৃপ, হের নয়ন ভরি। i উড়ে আবির গোলাল, বৃন্দাবন লালে লাল, க பற লালে লাল যমুনার বারি ; fমশ্র দেশ-একতাল।। লালে লাল কেশিঘাট, লালে লাল বংশীবট, - জাবট কালিন্দী উট, গোবৰ্দ্ধন গিরি ॥ । ভালো না তোর মায়ার ঘুম। f লাল শ্ৰীদাম মুবল, লাল শ্ৰীমধুমঙ্গল, । বিষয় মদে, চক্ষু মুদে, শুয়ে আছ বেমালুম। } J) ঐশ্বর্ঘ্যের মাংসর্ঘ্যে তুমি মনে কর বাদৃসারুমৃ; লালে লাল জল স্থল, গোপ নর নারী ; ! এ প্রপঞ্চ এক সাজ সেজেছ নন্দ আদি উপান, আবিরে করে আনন্দ, । ঠিক যেন ভাই হাতুম্‌ থুম্ ॥ সদানন্দ শ্ৰীগোবিন্দ, গোপবৃন্দে বেরি ॥ " তুমু খুম তোর সঙ্গের ছীটা, বড় ঠোঁট, ওদের চটা বেমালুম্ ; জ্ঞান অনলে, দে না জেলে, ক'রে হরি পূজার হুম্ ॥ (গোলা) পায়রার বাচ্ছা, পুষে বাছা, তাল, তমাল, হিন্তাল, দ্বাদশ কানন লাল, লতা বৃক্ষ, পশু পক্ষ লাল শুক-শারী ; লাল হংসাদি শাবক, পিক ডাহুকী ডাহুক, কহে খগ মৃগী মৃগ, লাল ব্রজপুরী। निकू-टू:ब्रि । ■ শুক ভেবে তাঙ্ক খাচ্চ চুম্ ; হরি নাম সুধা রস, পিয় পুরি মানস, ও না বলবে কৃষ্ণ, শুনৃবি স্পষ্ট, আলসের বশে কাল হ'র না। ডাকবে বলে বাকু কুম্ ॥