পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रtभ©नtण ! f- 1 নলিনী নবীন মনোমোহিনী। বিগলিতচিকুরঘট, গমনে বরট, বিৰসনা শবাসনা মদালসা। ষোড়শী ষোড়শকল, কুশলা সরল, ললাটে বালার্ক বিধু, শ্রুতিতলে ব্রহ্মা বিধু, মনোজ্ঞা মধুরমুখী মধুরলালসা। সোম-মৌলিপ্রিয়া নাম, রবিজ মঙ্গল ধাম, ভজে বুধ বৃহস্পতি, ইনকৰ্ম্মনাশা। হরিণাক্ষী হরিমধ্যা, হরিহরব্রহ্মারাধ্য, হরি পরিবার সেই, যে ভজে দিমাসাণ ॥ যাও গো জননি, জানি তোরে। তারে দাও দ্বিগুণ সাজা মা, যে তোর ধোসামুদি করে। মা মা বলে পাছু পাছু ঘে জন স্তুতি ভক্তি করে। দুঃখে শোকে দন্ধে তারে দাখিল করিস যমের ঘরে। অল্পে কারে পাওয়া যায়, ক্ষীণ আলে বারি ধায়, যেজন হয় শক্ত, তার ত্রিকাল মুক্ত, হয় জোর জবরে। চোখে আমূল না দিলে পর, দেখ বি না মা বিচার করে। ওম হরের আরাধ্য পদ, ভয়ে দিলি মহিষাসুরে। যে দু-কথা শোনাতে পারে, ধে জনা হেতের ধরে। তার হয়ে আশ্রিত সদা, থাকিস্মাপরাণের ডরে। রামপ্রসাদ কৃতাৰ্থ হবে, কৃপকণা জোরে । সাধরে খামার পদ এ নব ইন্দ্রিয় হরে। বিঝিট-একতাল।। কে মোহিনী ভালে ভাল শশী, . পরম রূপসী বিহরে সমরে বাম, বিগলিত,কেৰী ।

  • OS

.তুমু তনু অমানিশ, দিগম্বর বাল কৃশ, সব্যে বরাভয়, বমি করে মুণ্ড-আপ। - মরি কিবা অপরূপ, নিরখ দনুজ ভূপ, সুরী কি অমুরী কি পন্নগী কি মানুষী। জয়ী হব যার বলে, সেই প্রভু শব ছলে, পদে মহাকাল, কালরূপ হেন বাসি ॥ নানারূপ মায়া ধরে, কটাক্ষে মানস হরে, ক্ষণে বপু বিরাট বিকট মুখে হাসি। . ক্ষণ ধরাতলে ছুটে, ক্ষণেকে আকাশে উঠে, গিলে রথ-রথী গজ-বাজী রাশি রাশি ॥ ভণে রামপ্রসাদ সার, না জান মহিমা মার, চৈতন্তরূপিণী নিত্যব্রহ্মময়ী মহেশী। যেই শ্রাম সেই শামা, অকার আকারে বাম, আকার করিয়া লোপ, অসি ভাব বাণী ॥ ¢दशांशं-डि७B । গুমা বাম গুণধাম কালাস্তুক-উরসি। " বিহুরে বামা স্মরহরে । মুরী কি অসুরী, কি নাগী কি পর্মণী,কি মানুষী নাসে মুকুতাফল বিলোর, পূর্ণচন্দ্র কোলে চকে সতত দোলত থোর থোর, মন্দ মন্দ হাসি। একি করে কবে করী ধরে রণে পশি, তনুক্ষীণ মুনীন বস্ত্রহীন৷ ষোড়শী। নীল-কমল-দল-জিতান্ত, তড়িতজড়িত মধুর হ লজ্জিত কুচকলি অপ্রকাগু, ভালে শিশু শশী কত ছলা কত কলা, এ প্রবল চিত্তে বাসি, রামা নব্য ভব্য অব্যাহতগামিনী রূপসী ॥ দিতিমুতচয়, সমর প্রচণ্ড, সলিলে প্রবেশি। এটা কেটা চিত্তে যেটা, হরে সেটা দুঃখরাশি, মম সৰ্ব্ব গৰ্ব্ব খৰ্ব্ব করে, একি সৰ্ব্বনাশী ॥ কলয়তি রামপ্রসাদ দাস, ঘোর তিমিরপুঞ্জ না হৃদয়কমলে সতত বাস, শুমা দীর্ঘকেশী । ইহকালে পরকালে, জয়ী কালে, . তুচ্ছবাসি কথা, নিতান্ত, কৃতান্ত শান্ত, শ্ৰীকান্ত প্রবেশি ॥