পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*b* পিলু-আন্ধা । সখি ! আমি কেমনে ভুলিব তারে, বলে না। সে ত নয় মনের মত ; তবু মন মানা মনে না। সে ত গেছে দেশান্তরে, তবু মন ভাবে তারে, মিছে আশার আশা ক'রে সহি কত যন্ত্রণা ॥ দেশ—আড়ি । মিলন না হ’তে সই ! আগে প্রকাশ হইল। না হ’তে প্রেম-মিলন গঞ্জন ত্যাদি ঘটিল। একদিন তাহারি সনে, দেখা নয়নে নয়নে, আকিঞ্চন মনে মনে, দুজনারি হয়েছিল। মনোমত ধনে দেখি, মনোমত কথা সখি, মনে করি বলি বলি, বিধি সে বাদ সাপিল। ঝিঝিট—মধ্যমান। সে যদি পর, তবে আর কে বল আপন। মন বাধা যারি কাছে, সে যে প্রাণাধিক ধন ॥ এত যে গুরুগঞ্জন, স্বরে পরে যে লাঞ্জন, তবু ভাবি সে ভবন, কিসে হবে রে মিলন ॥ थंॉ"शॉख-टॉफ़1 ।। সাধের প্রেমেতে বুঝি বিষাদ ঘটল। না হতে প্রেম মিলন, বিচ্ছেদ আসি পশিল । সাধি তারে কত করে সে তবু চাহে ন ফিরে, মরমে মরি গুমুরে কি দায় হইল ; গঞ্জনা দেয় ঘরে পরে, তবু মন যে পাগল ॥ निकू-मशामांम । কলস্কেরি ভয় যে করে, সে ত প্রেম জানে না। যে জন করেছে প্রেম, সে মানে না গুরুগঞ্জনা ॥ প্রেমেরও নিয়ম আছে, কলঙ্ক ধায় পিছে পিছে, লোকভয় তুচ্ছ করে, মানে না গুরুগঞ্জন। ঝিঝিট খাম্বাজ—মধ্যমান। কিসে তার প্রেমধার শুধিব গো। শয়নে স্বপনে হেরি যারে, কেমনে ভুলিব গো। সে যত যতন করে, তত কি পারিব তারে, বে করেছে প্রাণদান, কি দিয়ে তুষিৰ গে৷ காரா दtछांलौव्र ग्रंॉन । দেশ-মল্লার-আড়া। তে:মারি বিরহ স’য়ে বাচি যদি দেখা হবে। হেন মনে জ্ঞান হয়, যেন প্রাণ নাহি রবে ॥ কারণ প্রলয় জ্ঞান, পলকে নিশ্চিত প্রাণ, অবশ্য অন্তর হলে প্রলয় ঘটিবে তবে । মরি তাহে ক্ষতি নাই, আমি মাত্র এই চাই, তুমি মুখে থাক, মম শব-দেহে সব সবে ॥ সিন্ধু-ভৈরবী—আড়া । মন অভিলাষ যদি মনে নিবারণ হতো — অন্তের উপাসনা তবে বলনা কে করিত ॥ করিতে পরের ধ্যান, ওষ্ঠীগত হ’লে রে প্রাণ, ঘরে পরে অপমান, এ সব যাতনা যেত ॥ १ iश्tख--भ५िIभ्रमं । প্রেম-ধন উপজিলে, প্রাণে যে সকলি সয়। না বুঝে যে কত বলে, না মানে লোক নিষেধ, সদা সাধে মন-সাধ, ত্যেজ প্রাণের অনুরোধ, বাধে কি তার জাতিকুলে ॥ مطصسے १[*शांड -भ९Tप्रांभ । ভালবাসা ভালই, ভাল ভাবি মনে। তা হতে যে মুখে থাকে, তাতে বিবাদ করিনে ॥ কিন্তু কত কিন্তু ক’রে, যাতনা সব অন্তরে, গুমরে থাকিব মরে, দূরে থেকে তাকে হেরে, প্রাণ যে কেমন করে, গোপনে মিলন বিনে ॥ १थ्योंख्रि-म६Tयांत्र । প্রাণ যে করে কারে বলিব । (গো ) মন জানে, সে বিনে কি চিরদিন জ্বলিব ॥ পড়ে আছি পরবশে, দুঃখ দেখে লোকে হাসে, কলঙ্ক প্রকাশে, বাধা যার প্রেম র্যাসে, কিসে তারে ভুলিব। বল দেখি, সে কি ভুলিয়ে রবে, আমারে। তার বিরহ-যাতন, আর কত সব অস্তরে ॥ তার কাছে মন আঁখি, সুধু প্ৰাণ ল’য়ে থাকি, কিসে প্রাণ রাখি ;যদি দেখা না দিবে আমারে ॥