পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাজ মহতাবচনদ | নাগকান্তি বিভূষিতা, নাগগণে মুবেষ্টিত, ভীষণ দ্বিভূজাদ্বিত, বাম পার্থে ত্রিপুরারি। বামে তক্ষক-কঙ্কণ, অনন্ত দক্ষে ভূষণ, নারদাদি মুনিগণ-সেবিতা ঈশান-নারী ॥ শবাস্বাদনকারিণী, সাধক ভীষ্টদায়িনী, জগদ্যুৎপত্তি কারিণী, তারিণি শুভক্ষুরী। চন্দ্র অধীন নির্গুণে, কিঞ্চিৎ কটাক্ষ দানে, তার মা আপন গুণে, ভদ্রকালী শঙ্করী। । সিন্ধু—fটমে তেতাল।। রক্তবর্ণ রক্তাস্বর-পরিধান কার নারী। অধিলের অন্তরে রূপ অনুপ রূপমধুরী। চতুৰ্ভুজ ত্রিনয়ন। রক্তাভরণ ভূষণ, অমর বন্দ্য চরণা, ইন্দু শোভে শিরোপরি । পদ্মপাশাঙ্কুশ করে, পূর্ণকপাল অপরে, ; রক্তাঙ্গ রাগাঙ্গোপরে, শোভিত সুর-সুন্দরী। মদির বিহ্বলাঙ্গিনী, নিত্য ভৈরবী তারিণী, চন্দ্রে চরণ তরণি, অন্তে দিওগো শঙ্করী ॥ । শারঙ্গ—একতাল । রক্তার্ণবে রক্তপীঠে কেও রক্তবরণ ষড়ভূজধারণা। দ্বাদশদলকমলবাসিনী রত্ন-মৌলি ত্রিনয়ন ॥ পাশাঙ্কুশ ধনুৰ্ধারিণী, দাড়িম্ব কপালবণপাণি, অৰ্দ্ধচন্দ্রশেখরা কুচভরা, নমকর সাহান্তবদন । কৃপাময়ী কৃপা কর, এ ভবকষ্ট্রে ত্রণ কর, চন্দ্রের কলুষ হর নিরস্তর, বজ্রপ্রস্তারিণী এ প্রার্থন৷ সিন্ধু ভৈরবী—ঠুংরী। শুম বর্ণে শোভা করে কার বনিতা। পট্টবস্ত্র পরিধান, অষ্ট্রসর্প বিভূষিত। দ্বিকরে অভয় বরে, তাড়ঙ্গদে মনোহরে, কট কাঞ্চী গুণধরে, পদে মন্ত্রীর রঞ্জিত। শিখিপুচ্ছ চুড়া শিরে, ত্রিনয়নে শোভা কবে, পীনোন্নত পয়ে ধরে, গুঞ্জমালা সুশোভিতা। পতিতে ভবসাগরে, তুমি বিনাকে উদ্ধারে, চন্দ্র প্রতি কৃপা করে, ত্বরিতে তার ত্বরিত ॥ ψηφιαμαώπωπα 5'అనె পিলু–ধS | শ্ৰীহরি খেলিব হোরি, আমরা গোপীসকলে । আবির কেশর দিব, শ্ৰীচরণযুগলে। অতি প্রফুল্পিত মনে, সঙ্গোপনে প্রাণপণে, সাজাইব শ্রামধনে, নিরখিব বিরলে। হরি ফুরাইলে হোরি, ভুলনাহে ব্ৰজনারী দেখ মনে রেখে হরি, থেকে সৃদিকমলে ॥ পিলু-যৎ । হোরি খেলিবেন আজ শ্ৰীহরি, চল নিকুঞ্জবনে কিশোরী। রঙ্গ দিয়ে অঙ্গে আজ, সজাব মনোরঙ্গে মধ্যে রাখি ত্ৰিভঙ্গে, সব সখী ঘেরি। মনোসাধ পুরাইব, যুগল অঙ্গে আবির দিব, যুগল আঁখি জুড়াইব, যুগল রূপ হেরি। সোহিনী—মধ্যমান ঠেকা । হংসারূঢ় কার লাল নিৰ্ম্মল হান্ত বদন । শুকুহার শোভে গলে শ্বেত সরসিজাসন শশিসম মুবরণ, শিল্পে চন্দ্ৰশোভমান, বাম করে করে ধারণ, পুস্তক মধুর বীণা। শোভা করে দক্ষকরে, পূরিত পীযুষাধারে, অক্ষমাল৷ তদুপরে, চতুর্ভূজ ধারণা কৃপা করি চন্দ্র প্রতি, সদা দে কর স্থিতি, পারিষ্টাত সরস্বতী, সম্পূর্ণ কর বাসনা। স্বরট—তিয়ট । সহস্র তরুণ অরুণ সমান বর্ণ, বিরাজিতাকার অঙ্গনা। রক্ত উৎপলদলাকার, পদতল শোভাকর, অমূল্য রত্ব মঞ্জীর রঞ্জিত শ্রীচরণ। রত্বঞ্চিত পদাঙ্গুলি, উরু তুলনা কদলী, অঙ্গোপরি লোমাবলি, নিম্ন নাভি মধ্য ক্ষীণ। রক্তাম্বর পরিহিতা, কিঙ্কিণী মেখলাম্বিত, উচ্চ পয়োধর স্থিত, কুশেদর শোভমান। রত্বে কণ্ঠ শোভাকর, গলে শোভে মুক্তাহার, কৰ্ণমূল কর্ণপুর, মনোহর বিভূষণা। মুক্তময় মুকুটাতি,ধনু তুল্য ভ্ৰলত, সরস্তুতিলকাঙ্কিত, চঞ্চল পদুলেচন ।