পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাজ যতীন্দ্রমোহন । ভৈরব-কাওয়ালী। যাইতেছে যামিনী, বিকসিত নলিনী। প্রিয়তম দিবাকর হেরিয়ে, প্রমোদিনী ভানুভামিনী। শশী চলিল তাই হেরে, বিষদে বিমলিনী কুমুদিন অতি দুখিনী। মধুকর ধায় মধুর কারণে ফুলবনে, বিহঙ্গের মধুরম্বরে মোহিত করে ; প্রমোদ ভরে বিপিন চরে, নবতৃণাসনে হরষিতমন হরিণী ॥ मिशू-यऽ ।। মনে বুঝে দেখ না, এ মান সহজে যাবে না, তাকি জান না। যে কবে তোমারে যতন অতি, চাতুরী তাহার প্রতি, তার প্রতীকার, না হলে আর, কোন কথা কবে না। যে দোষে তোমার মনোমোহিনী, হয়েছে অভিমানিনী ; সে দোষে এ বিধি, হে গুণনিধি, পয়ে ধরে সাধন ॥ বিহঙ্গড়!—কাওয়ালী। জয় উমেশ শঙ্কর, সৰ্ব্বগুণাকর, ত্রিতাপ সংহর, মহেশ্বর। হলাহলাঞ্চিত, কণ্ঠ সুশোভিত, মৌলিবিরাজিত-মুধাকর। পিনাক-বাদক, শৃঙ্গ-নিনাদক, ত্রিশূলধারক, ভয়ঙ্কর। বিরিঞ্চিবাঞ্জিত, সুরেন্দ্রসেবিত, পদাজ-পূজিত, পরাৎপর। খাম্বাজ–একতাল।। কেমনে বা সরি, বল না কিশোরি, পড়েছি রূপের ফঁাদে । হানি খরতর, নয়নেরি শর, তাহে শরীর, করে জয় জর ; || 846; অথচ বলিছ সর সর সর, কি জানি কি অপরাধে ॥ জ্ঞ এ পথে আসিয়ে, তোমারে হেরিয়ে, পড়েছি এ প্রমাদে । fক করি এখন, করিতে গমন, চরণে চরণ বধে ॥ করিনি বটে রমণী-সঙ্গ, তুমি সে স্বভাব করিলে ভঙ্গ ; এবে মান কর ছুইতে অঙ্গ, এ রীতি কি রীতি রাধে ॥ গায়া-আড়াঠেকা । ঝুলে আজি ঝুলনে, মুখ কুঞ্জকাননে, শ্রাম রাধিক একি আসনে । সখী সবে মিলি, বেরি বেরি নাঢ়িছে ; গাইছে মুগ্ধ মনে ॥ সরা-অাড়াtঠক1 বংশী মধুর বাজিল, চন, ঐ যে কাননে, ব্রজ-গোপিনী মন মোহিল। মনোহর সরে, মরি মরি অন্তরে, নাশিল কুলশীল | १||१!-ठाँफूit#क 1 ।। তার কবে তারিবে, দুখ-যাতনা নাশিবে, বারে বারে ডাকি ম কাতরে। এ অধীন জনে, রাখ মাগো রাঙ্গা পায, মিনতি এই তোরে । கற்றகம் সুরট-খাম্বাজ—টিমে তেতাল।। মহিমা নামেরি কেবা জনে! পাপচয়, হয় ক্ষয়, যার স্মরণে, রসনা জপন । চরণাশ্রয় আশে, সব মম সঁপোছ যা কর দাসে, তার গো মা রুসনা জপন ॥ মাঝ-মুরট—একতাল । কিশোভে আজ ঝুলনে, কি শোভে আজ, কুঞ্জমাঝ রসিকরাজ, রাধা সহ রাজে, আজ ঝুলনে।