পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

890 ললিত বিভাগ-আড়াঠেক । এই যে ছিল, কোথায় গেল কমল দল বাসিনী। লোক লাজে ভয়ে বুঝি লুকাল শশিবদনী । ,g কোথায় গেল সে সুন্দরীا কোথায় লুকাল সে করা, এ মায়া বুঝিতে নারি, সে নারী কার রমণী, ; যে দেখিছি কালী দয়ে, জাগিছে রূপ হৃদয়ে, অপরূপ এমনি মোরা দেখিনি কোথায়, এখন সে কালীদয়,হেরি সব শূন্তময়, কেবল জলে জলময়, কোথায় সে করিধারিণী ॥ । বাঙ্গালীর গান । বিভাস-আড়াখেম্টা । তের রাজার কি কাৰ্য্য, করি তার কি মাৎসৰ্য্য আমার মায়ের ঐশ্বৰ্য্য কি ভাজান জান না। জাসন রাজ্যখণ্ড, শুনরে পাষাও, ব্ৰহ্মাণ্ড আমার মায়ের বদনে, বিধি যার আজ্ঞাকারী, কুবের যার ভাক্তারী ত্রিপুরারি করেন মায়ের সাধনা। চরণে দিলে বল, ধরা যায় রসাতুল, মহাপ্রলয় হয়, কেহ বাচেন । সাতু বাবু। கடுைகআশুতোষ দেব বা “সাতু বাবু আনুমানিক ১২১৬ সালে কলিকাতা-সিমুলিয়ায় জন্মগ্রহণ করেন । ইনি বিখ্যাত রামদুলাল সরকার মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র। ইহঁর কনিষ্ঠ সহোদরের মাম—প্রমথনাথ দেব বা লাটু বাৰু। সাতু বাবুর স্থায় দয়ালু ও দাও। লোক সচরাচর দেখিতে পাওয়া যায় না । ইনি অসাধারণ সঙ্গীতানুবাগেব জন্যও প্রসিদ্ধিলাভ করিয়াছিলেন । দিল্প, লক্ষে), গোয়ালিয়ার প্রভৃতি স্থান হইতে বহু অর্থব্যয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ কালোয়াৎ আনাইয়া ইনি সঙ্গীতচর্চাকরিতেন। ইহা ব্যতীত সে সময় যে কোন উংকৃষ্ট গায়ক বা বাদক কলিকাতায় আসিয়া উপস্থিত হইতেন, তিনিই সাতু বাবুর নিকট যথেষ্ট উৎসাহ পাইতেন । হিন্দুধর্মেও সাতু বাবুব আন্তরিক অনুরাগ ছিল । ইহঁারই চেষ্টার ও উদ্যোগে ১৮৪৭ খৃষ্টাব্দের ১৯শে সেপ্টেম্বর কলিকাতায় হিন্দুদিগের এক বিরাট সভা হয় । সম্ভার উদ্বেগু-মিশনারীদিগের বিদ্যালয়ে ছাত্র প্রেবণ A করা । ১২৫৬ সালে ইহঁর মৃত্যু ঘটে । ভৈরবী—কাওয়ালী। কালীনাম লইলে মুখে, উঠে যে শিখে, যদি বঁচিবে রে মন । অমনি হইবে ভস্ম, মহিমাগুণে ॥ (সংসার-চিররোগে) সুবিচার মহৌষধি কর রে সেবন ॥ मिशू-cviाठ । ভস্ম কর অহঙ্কার, চূৰ্ণ কর মমতার, | অন্নদার দ্বারে আজি পাতকী পেতেছি পাত। বিবেক-রসেতে কর সাধুলীলে ঘরষণ। পলাইতে পরিবে না পরশিতে হবে ভাত ॥ অমুপান শুন বলি, যাতে তুমি হবে বলী, চাই আমি সেই প্রসাদ,যাবে যাতে জন্মের সাধ, গুরু নামাবলী আশু, কররে গ্রহণ। যে প্রসাদ পেয়ে শিব নাচে, হয়ে উদ্ধ হাত ॥

  • उद्भदौ-c¢कां । | காற்_ம் কালী নাম অগ্নি লাগিল, মম পাপকাননে। ভৈরবী—ঠেকা ।

প্রবল হতেছে অতি, রসনা পবনে ॥ কালী করুণাময়ী কখন বলিব না। কাম আদি তরুবর, দগ্ধ হল পরস্পর, এত দুঃখ দিলে তবু কিছু দয়া হলে1ন । কুমতি কুরঙ্গী তারা, পালাবে কেমনে ॥ বড় সাধ ছিল মনে, স্থান পাব ওচরণে, অবশিষ্ট যারা যত, হইয়া বিহঙ্গ মত, আশুতোষ হৃদয়ে রেখেছে কারে দিবে না। পলাইতে শূন্ত পথ আছে আরাধনে,— L_t rmT = E