পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

€\yR পতির লাগিয়ে প্রাণ হতেছে ব্যাকুল, হায়, বিধি কত দিনে ফুটাইবে ফুল, বায় যাবে জাণ্ডিকুল, রব না আর গৃহুেতে ॥ কাওয়ালী । ওগো সখি, কি হবে বল বল শুনি । যে পোড়া পুড়িছে, যত বাড়িছে রজনী ॥ শয্যা হইল শাল, সজ্জা হুইল কাল, কেমনে লাচিবে সখি, বল এ পাপিনী । মন্দ মন্দ মন্দ বায়, লাগে বজ্জরের প্রায়, অঙ্গ কঁপে হায় হায়, বিনে গুণমণি ॥ शृं९ ! প্রেম করা, পুড়ে মরা এ দুই সমান হয়। শীঘ্র আর বিলম্ব মাত্র, তা বলে ত প্রভেদ নয় ॥ বিচ্ছেদগ্নি উঠলে পরে, কার সাধ্য নিভায় তারে, সহ মা করিতে পারে, দগ্ধে দগ্ধে প্রাণ যায়। দৃষ্টি হয় না পৃষ্ঠা আলে, ক্রমে শরীর করে কালে, এর চেয়ে যে অগ্নি ভাল, অঙ্গে মাত্র চিহ্ন রয় ॥ কাওয়ালী । ওগো সখি, কি হলো বল গো আমারে। দাহন হতেছে তনু বিচ্ছেদ-বিকারে ॥ রজনী হতেছে যত, যাতনা বাড়িছে তত, জস্তরেতে অন্তঃশ্লেষ্মা হয় অনুভুত – হার, কে দিবে বিধি এ রোগের মত,— শুক্রমে তনু জর জর, স্মর-শর সর-সর, বিনে সেই গুণধর,--নাহি দেখি কারে ॥ श्रांप्लcषवृधै । এ সময় রসময়, দেখা দাও অবলার। জলমেরি মত তব প্রেমাধিনী হয় বিদায় ॥ সখা হে দারুণ কাল, মাহি মানে কালাকাল, তোমার বিচ্ছেদ-কাল, চুই কালে প্রাণ যায়। মোহন বেশে, গুণরাশি, মুখে মৃদু মৃদু হাসি, নিকটে দাড়াও হুে আসি,> মনের কথা কই তোৰা। বাঙ্গালীয় গান । তাড়া । রমণী-সমাজ-মাঝে কে হে নাগর গুণমণি । গন্ধৰ্ব্ব কিন্নর নর কিম্বা কোন নৃপমণি ॥ এ যে ঘোর তিমির-নিশি, বুঝি হবে পূর্ণশশী, ভূতলে উদয় আসি, কি কারণ বল শুনি। আমরা অবলা নারী, ভরে কিছু বলতে নারি, মনেতে কি আশা ধরি, মানস বারেক শুনি । আলাপে সকলি রয়, বিনালাপে কিবা হয়, দেহ নিজ পরিচয়, নিজ গুণে হে আপনি ॥ कां७प्रांढौ । কামিনী-কমল-বনে কে হে তুমি গুণাকর । আশ্চৰ্য্য হেরি নয়নে, শশী কেন পদ্মবনে, বুঝি কুমুদিনীর সনে, হয়েছে হে মনান্তর। আড়খেম্টা। একবার, হুকটাক্ষে হের । দেখ কিন্নর কি হবে নর ॥ ভাট-মুখে শুনিয়ে বাৰ্ত্তা, আসা হেথা, ঠাহুরিতে নার কি পার ॥ কাঞ্চিপুরে আমার আলয়,গুণসিন্ধু রাজার তনয়, মালিনীবাসে হ’ল আলয়, বাসা পেয়ে আশয়, এখন যা হয় উচিত বিধান কর । জলদ-কাওয়ালী । ভাগ ভাগ ভাল, শুনে প্রাণ জুড়াইল, বসিতে বল বল, গুণধরে। ওলো মুলোচনা, বিচারে যাবে জানা, আজি আমায় প্রবঞ্চমা, কে করে ॥ একে মোরা রমণী, তাহে বোরা রজনী, এ কোন চোর-চুড়ামণি, মোর ঘরে। আড়খেম্টা। সখি, কাজ কি লো চোর-ধরে। যে জন সিধ কেটে মন-প্রাণ হরে। বিচারে কি প্রয়োজন চোরে চোরে হয় মিলন তাতে কি যায় সাধু জন, বল কখন, আপন হ'তে কেবা মরে ।